ঝরঝর করে ঝরছে আমার অশ্রু
লিখেছেন লিখেছেন পবিত্র ০৩ অক্টোবর, ২০১৪, ১১:৫১:১৫ রাত
ঈদ যখন আমাদের দুয়ারে দাঁড়িয়ে, সবাই প্রস্তুতি নিচ্ছি তাকে বরণ করে নিতে, ঘরে ঘরে খুশীর ঢল নেমেছে আর এরই মধ্যে এমন একটি সংবাদ প্রচণ্ড ধাক্কা দিল। মনে হয় মানুষ যখন বেশী খুশিতে থাকে তখন অল্প দুঃখেই বেশী কষ্ট অনুভব করে। জানি না আমি ঠিক বলছি কিনা।
চোখের পানি কেনো জানি ধরে রাখতে পারলাম না। ঝরঝর করে ঝরছে আমার অশ্রু। নিউজটা পড়ে মারাত্নকভাবে কষ্ট পেলাম। এমন খবর আগেও পড়েছি কিন্তু আজ একটু বেশীই খারাপ লাগলো।
মানুষ কিভাবে পারে এমন করতে, ভাবতেই যেন গাঁ শিউরে উঠছে। মানুষের বিবেক বলতে কি কিছুই নেই। নিজের সন্তানকে কিভাবে পারে খুন করতে।
আমরা জানি, একজন মা সন্তানের খুশীর জন্য দুনিয়ার সবকিছু উৎসর্গ করে দিতে কার্পণ্য করে না। আর এখন শুনছি, কেউ মধ্যবয়সে নিজের অনৈতিক কাজের বাধাকে সরানোর জন্য নিজ সন্তানকে খুন করছে।
এরা মায়ের নামকেই কলঙ্ক করছে আর কিছু নয়। যে নামে প্রতিটি নারী গর্ববোধ করে, আজ সেটাকেও ধূলিসাৎ করছে।
পুরো ঘটনা জানতে এখানে দেখতে পারেন
বিষয়: বিবিধ
১৭০৩ বার পঠিত, ৪১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ পোস্টটিতে আসতে ইচ্ছে করে না, আসলে মনটা খারাপ হয়ে যায়। তাই দেরীতে জবাব দিলাম।
চেয়েছিলাম পোস্টিই ডিলীট করে দিবো, তবে আপনাদের মূল্যবান মন্তব্যের কথা খেয়াল করে বিরত রইলাম।
চেয়েছিলাম পোস্টিই ডিলীট করে দিবো, তবে আপনাদের মূল্যবান মন্তব্যের কথা খেয়াল করে বিরত রইলাম।
আমার জন্যও দোআ করবেন। ধন্যবাদ।
চেয়েছিলাম পোস্টিই ডিলীট করে দিবো, তবে আপনাদের মূল্যবান মন্তব্যের কথা খেয়াল করে বিরত রইলাম।
আল্লাহ আমাকে শান্তির মৃত্যু দান করুক যথাশীঘ্র, এসব যন্ত্রণাদায়ক দৃশ্য অবলোকন থেকে অব্যহতির জন্য!
চেয়েছিলাম পোস্টিই ডিলীট করে দিবো, তবে আপনাদের মূল্যবান মন্তব্যের কথা খেয়াল করে বিরত রইলাম।
চেয়েছিলাম পোস্টিই ডিলীট করে দিবো, তবে আপনাদের মূল্যবান মন্তব্যের কথা খেয়াল করে বিরত রইলাম।
আপু একদম সত্যি বলেছেন। আমাকেও একজন এরকমই কষ্ট দিয়েছিল কদিন আগে
চেয়েছিলাম পোস্টিই ডিলীট করে দিবো, তবে আপনাদের মূল্যবান মন্তব্যের কথা খেয়াল করে বিরত রইলাম।
এ পোস্টটিতে আসতে ইচ্ছে করে না, আসলে মনটা খারাপ হয়ে যায়। তাই দেরীতে জবাব দিলাম।
চেয়েছিলাম পোস্টিই ডিলীট করে দিবো, তবে আপনাদের মূল্যবান মন্তব্যের কথা খেয়াল করে বিরত রইলাম।
লিংক দেয়ার জন্য ধন্যনিন
ঈদ মোবারক। তাকাব্বাল্লাহু মিনন্না ওয়া মিনিক।
চেয়েছিলাম পোস্টিই ডিলীট করে দিবো, তবে আপনাদের মূল্যবান মন্তব্যের কথা খেয়াল করে বিরত রইলাম।
চেয়েছিলাম পোস্টিই ডিলীট করে দিবো, তবে আপনাদের মূল্যবান মন্তব্যের কথা খেয়াল করে বিরত রইলাম।
মাইন্ড কইরেন না আপনাকে জিগানোর কারণে কারণ আমি দেখেছি ব্লগে উনি আপনার সাথে কমেন্টের মাধ্যমে বেশি উত্তর দেয় -- তাই জিগাইলাম -- ওনাকে অনেক মিস করছি--
আমিও দেখেছি উনি আপনার মন্তেব্যের জবাব দেয় প্রায়ই সেটা কি আপনি জানেন না?
আপু আপনি কেমন আছেন? (ভাইয়া ভালো আছে?) কতদিন দেখি না আপনাকে ব্লগে! কী? আমরা কি বেশি জ্বালিয়েছি আপনাকে? বলেন..... প্লীজ।
এখানে দেখেন - আপনাকে ইমরান ভাইও মিস করতেছে প্লীজ ফিরে এসে কিছু একটা বলুন, অন্তত এই কমেন্ট এর জবাবে
আপনি আমাদের ছেড়ে চলে যাবেন এটা মানতে পারি না
আপনি কই? একটু দেখা দেন...... নতুন কোন একটা ফল নিয়ে পোস্ট দেন... দারুনহবে আমরাও খেয়ে দেখবো
-------------
দ্রুত পোস্ট চাই....ই....চাই
মন্তব্য করতে লগইন করুন