উপজাতীদের নিষ্ঠুরতার বাস্তবতা
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ২৬ আগস্ট, ২০১৪, ০৬:৪৯:৫১ সন্ধ্যা
.জন্মের পর
থেকে সেটেলার
শব্দটা শুনতে শুনতে মিণ্টুর
গায়ে সহ্য
হয়ে গেছে!
.
.এখন আর সেটেলার
শব্দটা মিণ্টুর
গায়ে লাগেনা শুধু
বাবার কাছে প্রশ্ন
করতো সেটেলার
কি?
.
.
.মিণ্টুর বয়স দশ
চঞ্চল মন স্কুল
থেকে এসেই বনের
গভীরে চলে যেতো যেখানে বাবা গাছ
কাটে বিক্রির
জন্য!!
.
.
.মিণ্টুর
দিনগুলো ভালোই
যাচ্ছে ছোটকাল
থেকে এ গাছ ও গাছ
থেকে ফল
পেরে খাওয়া ইত্যাদি!!
.
.
.ইদানিং মিন্টু আর
স্কুলে যাচ্ছেনা!!
যাবেই
বা কি করে মিণ্টুর
উপজাতি স্যার
প্রচুর মেরেছে আর
নিষেধ
করেছে কোন
বাঙ্গালীকে আর
পড়াবে না.
.
.
.সারা.দিনে কঠোর
পরিশ্রম
শেষে মিণ্টু আর
জমির আলী বাপ
বেটা কুড়ে ঘর.টায়
গা এলিয়ে বিশ্রাম
নিচ্ছে আর গল্প
করছে
.
.আজ প্রচুর কাঠ
বিক্রি করেছে জমির
আলী এই
খুশিতে ছেলে মিণ্টু
তার
বাবাকে বললো!
.
.
.!!আব্বা কাইল্লা.
আঁরে জব্বজ্জের
বলিখেলাত লই যন
ফরিবু।
. .
.জমির আলীও
ছেলের কথায় সায়
দিয়ে বললো
.
ঠিক আছে ও ফুত
আল্লাহ বাঁচাই
রাহিলে হালিয়া ফজরত
লই যাইয়ুম।
.
.
.মনের
আনন্দে ছোট্ট
মিণ্টু
ঘুমিয়ে পড়েছে!!
.
.
.জমির
আলী আধার
ঘরে চিন্তা করছে!
নাহ উপজাতিদের
সাথে সংগ্রাম
করে পাহাড়ে থাকবোনা!
.
.
.রিক্সা চালাবো তবুও
ছেলেটাকে মানুষ
বানাতে হলে সমতলে যাওয়া লাগবেই !!
.
.
.ভাবতে ভাবতে জমির
আলী গভীর
ঘুমে .ঘুমিয়ে গেলো!!
.
.
.হঠাৎ মাঝরাতে
.
.মিণ্টুর
আত্বচিৎকার আর
গরমে জমির
আলীর ঘুম
ভেঙ্গে গেলো!!!
.
.
.জমির আলীর
বোঝতে বাকী রইলো তার
খরের
ঘরে চাকমারা আগুন
দিয়েছে!!
.
.মিণ্টুর গগণ
বিধারী চিৎকারে আকাশ
বাতাস
ভারি হয়ে উঠেছে!!!
.
.
.খরের ঘর
থেকে মিণ্টুকে বের
করতে করতে মিণ্টুর
চিৎকার বন্ধ
হয়ে গেলো!!!
.
.
..জমির আলী বার
বার চিৎকার
করে বলছে!!
.
.ও ফুত উড তোয়ার
জব্বজ্জের
বলিখেলাত লই
যাইয়ুম
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন