দুরে অবস্হান নয়,অবাধ মেলামেশাই পরকীয়ার মুল কারণ

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৬ আগস্ট, ২০১৪, ০৭:৩৬:০৪ সন্ধ্যা



সেদিন দেখলাম এক গৃহ শিক্ষক মাদ্রাসা ছাত্রের হাত ধরে পালিয়েছেন এক প্রবাসীর স্ত্রী । সেটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হলো, হলো এই ব্লগেও। অনেকে সেটাকে স্বামী প্রবাসে থাকার কারণ হিসাবে উল্লেখ করেছেন। আবার অনেকে প্রবাস শুনে মাথা গরম করে পোস্ট দিয়েছেন, বুঝাতে চেয়েছেন প্রবাসী স্বামী নয় চরিত্রহীনা হওয়ার কারনে মহিলা পালিয়েছে এবং চরিত্রহীনারা স্বামী কাছে থাকলেও পরকীয়ায় জড়িয়ে পড়ে।

অনেকে আবার প্রবাসী স্বামীদেরকে ৪ মাসের অধীক প্রবাসে থাকা যাবেনা বলে ফতোয়াও দিয়েছেন । তাদের ফতোয়াকে আমি অগ্রাহ্য করছিনা । কিন্তু এই ফতোয়াটা আমাদের দেশের গরীব মানুষগুলোর জন্য কঠিন হয়ে যাচ্ছে না ? নিশ্চয় সহজ তরীকা আছে বলেই মানুষ ৪ মাসের অধীক প্রবাসে থাকে এবং তাতে বউরাণীর সম্মতিও থাকে । তবে এই সুযোগে অনেকেই দীর্ঘদিন প্রবাসে পড়ে থাকেন যা ঠিক না,এতে বউ বাচ্চার হক নষ্ট হয় বলেই আমি মনে করি । পাশাপাশি এই দীর্ঘদিন দুরে থাকার কারনে পাপাচার হওয়ার আশংকা থাকে।

তবে সব ধরনের পাপাচার,বিশেষ করে পরকীয়ার মত ঘৃন্য একটি কাজ কিন্তু স্বামী প্রবাসে বা দুরে থাকাই মুল কারণ নয়। মুল কারণ হচ্ছে পুরুষ ও মহিলাদের অবাধ মেলামেশা । যার কারনে স্বামী সাথে থাকার পরও অনেকে পরকীয়ায় জড়িয়ে পড়ে । স্বামীকে ব্যবসা প্রত্ষ্টান বা চাকুরীতে বাইরে রেখে স্ত্রী অন্যের হাত ধরে পার্কে ঘুরে বেড়ায়,বাসায় ঢেকে এনে পরপুরুষের সাথে সময় কাটায়। স্বামীকে ঘরে রেখে অন্যের হাত ধরে পালিয়ে যায়।

আমাদের সমাজ ব্যবস্হায় কিছু উদ্ভট পর্দাপ্রথা আছে যা দেখলে হাসবো না কাদবো নিজেও জানিনা । এই পর্দা প্রথার বাইরে কিন্তু নিজেও না। সত্যিকার অর্থে আমরা জানিনা কিভাবে পর্দা করতে হয়। আমরা মনে করি শুধুমাত্র বাহিরে বের হওয়ার সময় মহিলাদের বোরখা বা বড়কাপড় দিয়ে শরীর ঢেকে বের হওয়ার নাম পর্দা । যার কারনে অনেক মাদ্রাসা শিক্ষিতদের ঘরেও দেখা যায় অবাধ মেলামেশা হচ্ছে। মামাতো, খালাতো,ফুফাতো,চাচাতো ও তালতো ভাই বোনের মধ্যে যে পর্দা করতে হয় তা আমাদের সমাজ ব্যবস্হায় নাই বললেই চলে। আর দেবর ভাবীর মধুর সম্পর্ক আজীবন রাখার জন্য আমাদের এক মন্ত্রী সংসদে বক্তব্য রেখেছেন, এই সম্পর্ক মোল্লারা ক্ষমতায় গেলে থাকবেনা বলে গোস্সা প্রকাশ করেছেন। পারলে একটি বিল পাশ করতেন যাতে করে দেবর ভাবীর মধুর সম্পর্কের মাধ্যমে তারা তাদের লাম্পট্য চরিত্র ধরে রাখতে পারেন।

অনেক সময় দেখবেন আপনার বাড়িতে একজন লোক কোন কাজে হয়তো একদিন এসেছে, আর কোনদিন আসার সম্ভাবনা নেই তাকে কিন্তু বাড়ীর মহিলারা পর্দা করছে। অথচ যে লোকটা প্রতিদিন আপনার বাড়ীতে আসছে তাকে কিন্তু পর্দা করছেনা বরঞ্চ তাকে পরিবারের লোকের মত ধরে নিয়ে তার সাথে অবাধ মেলামেশা করছে। কারো সাথে সম্পর্ক কিন্তু একদিন বা দুদিনে গড়ে উঠেনা। মুখ দিয়ে কথা বলার পূর্বে কিন্তু চোখ কথা বলে। এই কারনে যার সাথে হামেশা মেলামেশা হয়,চোখ দিয়ে কথা বলা হয় তার সাথেই কিন্তু সম্পর্ক গড়ে উঠে। একদিন বা দুদিনের পরিচয়ে কিন্তু কেও কারো সাথে পালিয়ে যায়না।

পরকীয়ার সম্পর্ক সৃষ্টি হয় খুব কাছাকাছি থাকা মানুষের সাথে। যে বন্ধুটিকে আপনি প্রতিনিয়ত আপনার বাসায় নিয়ে আসছেন ,একসাথে খাওয়া-দাওয়া করছেন,স্ত্রী-সন্তানদের সাথে নিয়ে তার সাথে অবাধ মেলামেশার সুযোগ দিচ্ছেন সেই বন্ধুটির হাত ধরেই আপনার স্ত্রী চলে যাচ্ছে বা আপনার অগোচরে পাপাচারে লিপ্ত হচ্ছে। আপনার বাড়ীর আশ্রিত যে কেও হতে পারে তার সাথেও কিন্তু অবাধ মেলামেশার সুযোগে পাপাচার হয়ে থাকে। উপরে যে সম্পর্কগুলোর কথা বললাম সেই সম্পর্কের অবাধ মেলামেশার সুযোগেও কিন্তু হামেশা অঘটন ঘটছে । আর শুধুমাত্র পরকীয়া নয়, আপনার মেয়ে, বোন কিংবা আপনার পরিবারের যে কেও অবাধ মেলামেশার সুযোগেই কিন্তু পাপাচারে লিপ্ত হচ্ছে।

এই পাপাচার,পরকীয়া সহ যাবতীয় অসামাজিক কাজ থেকে বাচতে হলে আপনাকে পর্দার ব্যাপারে আল্লাহ নির্ধারীত সীমারেখা অতিক্রম করলে চলবেনা।

বিষয়: বিবিধ

২০২৭ বার পঠিত, ৩৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258503
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
আজিম বিন মামুন লিখেছেন : ধন্যবাদ। আপনার সাথে আমি ১০০% একমত।
তবে স্বামী কাছে থাকলে(ঘটনাটিতে)অবাধ মেলামেশার সুযোগটা তৈরী না হয়ে এরকম একটা ঘটনা না ঘটতে পারত।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৪২
202181
প্যারিস থেকে আমি লিখেছেন : তাহলে স্বামীকে যারা নিজ হাতে খুন করে অন্যর সাথে পালিয়ে যায় তার কি হবে।
২৭ আগস্ট ২০১৪ রাত ০১:২৬
202281
আজিম বিন মামুন লিখেছেন : আমার মন্তব্য শুধুমাত্র ঘটে যাওয়া ঘটনাতে প্রযোজ্য।
হ্যা,যারা এরকম তারা অসংখ্য স্বামী থাকলেও এটা করবেই।এরা কিছু পুরুষের ন্যায়,বহুগামিতায় এদের তৃপ্তি আসে।
258505
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পরকীয়া অপসংস্কৃতির সৃষ্টি। আমাদের নিজ সংস্কৃতি লালন করতে হবে আর অপসংস্কৃতি সমাজ থেকে দূর করতে হবে আর তার জন্য চাই অস্ত্র হিসেবে ঈমানী যোগ্যতা।
যৌক্তিক পোস্টার জন্য ধন্যবাদ আপনাকে।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৪
202183
প্যারিস থেকে আমি লিখেছেন : কো সংস্কৃতির দরকার নাই , ইসলামকে যথাযতভাবে মানলেই হলো।
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:৩৬
202202
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসলাম মেনে চলাই আমাদের সংস্কৃতি
258506
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
নোমান২৯ লিখেছেন : আমাদের প্রচলিত পর্দাপ্রথায় অনেক ত্রুটি রয়েছে ।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৫০
202190
প্যারিস থেকে আমি লিখেছেন : দেখবেন,বৃদ্ধ মহিলা বোরখা পড়ে আর তার সাথের যুবতি মেয়েটি কিন্ত উলংগ হয়ে হাটছে। আরো কতকিছু.........
258529
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:১৯
আফরা লিখেছেন : দুরে অবস্হান নয়,অবাধ মেলামেশাই পরকীয়ার মুল কারণ ভাইয়া আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত হলে ও একটু খানি কথা আছে । এই যে মহিলা গৃহ শিক্ষকের সাথে পালিয়ে গেল এটা কিন্তু স্বামী প্রবাসে থাকার কারনেই হয়েছে মানে তার স্বামী দেশে না থাকার কারনে তাকেই শিক্ষকের সাথে কথা বলা বা খোজ খবর রাখতে হয়েছে যার কারনেই এমনটি হয়েছে তার স্বামী দেশে থাকলে এগুলো তাকে করতে হত না তাই চান্স কম ছিল ।

আমি জানিনা ভাইয়া আমি আপনাকে বুঝাইতে পারলাম কিনা ।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:২৯
202176
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনি আমার পোস্ট টা সম্পুর্ণ ভাবে আরেকবার ধীরে পড়ুন, দেখুন আমি কি বুঝাতে চেয়েছি।
258530
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:১৯
আতিক খান লিখেছেন : পর্দা, স্বামী-স্ত্রীর নিয়মিত যোগাযোগ, যৌথ পরিবার মানে একা স্ত্রীকে ছেড়ে না দেয়া (শাশুড়ি সাথে থাকতে পারে), বছরে অন্তত ১ বার আসা, সম্ভব হলে নিয়ে যাওয়া, যত বেশি সম্ভব কাছে থাকা - আর নিজেও পরিষ্কার থাকা। ভালো লাগলো।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:৫০
202192
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
258542
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:০৮
সুশীল লিখেছেন : পরকীয়ায় সমস্যা কি? ভাবী ঠিক আছেন তো? Not Listening I Don't Want To See I Don't Want To See
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩২
202598
প্যারিস থেকে আমি লিখেছেন : শুধু কি ভাবী ঠিক থাকলে হবে ? আমাকে ঠিক থাকতে হবেনা ?
258546
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সঠিক কথা বলেছেন। নৈতিকতার অবনতিই মুল কারন। আবার যারা এই নৈতিকতার অবনতির জন্য বেশি দায়ি সেই মিডিয়াগুলিই প্রবাসিদের উপর দোষারোপ করে।
তবে এটা ঠিক কিছু প্রবাসি সুযোগ থাকা সত্বেয় অধিক আয়ের ইচ্ছায় দেশে আসেননা সহজে। অনেকে ক্ষেত্রে প্রবাসির পরিবারও চায় দেশে কম আসুক। এর ফলে বর্তমান পরিবেশে এই ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। শুধু প্রবাসিদের ক্ষেত্রেই নয় অন্য শহরে চাকুরিরত দের ক্ষেত্রেও ঘটছে এই ধরনের ঘটনা।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৩
202600
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
258548
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:৩০
ঝরাপাতা লিখেছেন : বাস্তব সত্যটাই লিখেছেন ভাই
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৩
202601
প্যারিস থেকে আমি লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
258560
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:৫২
আবু জান্নাত লিখেছেন : অনেক গুরুত্তপূর্ণ পোষ্ট, হাদীসে আলেম ওলামাদেরকে নবীদের (স) ওয়ারিস বলা হয়েছে। দুনিয়ার ওয়ারিসগণ যেমন করে তাদের পুর্বসূরীদের রেখে যাওয়া মিরাস (সম্পত্তি) নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করে, তেমনি আলেম ওলামাদেরকেও নবীদের (স)রেখে যাওয়া মিরাস (ইলমেদ্বীন)কে অবশ্যই হেফাজত করতে হবে, অর্থাৎ ইলমেদ্বীনের ধারক বাহক একমাত্র আলেমরাই, তারাতো ইসলামের সকল বিধান সম্পর্কে সম্পূর্ণ জ্ঞ্যাত, কিন্তু আমলের ব্যাপারে তারা পিছিয়ে কেন? অনেক বড় বড় আলেমকে পর্দার ব্যাপারে অনীহা করতে দেখা যায়, কিন্তু সকলকে জেনে রাখা দরকার! পর্দার বিধান নামায রোযার মতই ফরজ বিধান, পর্দার ব্যাপারে আল্লাহ নির্ধারীত সীমারেখা অতিক্রম করা যাবে না। শুধু বাহিরে নয় আপন আপন ঘরের মাঝে পর্দার ব্যাবস্থা আগে করতে হবে। নবী (স.) তো দেবরকে বিষাক্ত শাপের সাথে তুলনা করেছেন। কারণ বাহিরের লোক কারো ঘরে এসে অবৈধ কাজ করা অনেক দুঃসাধ্য বা অনেক সময়ের ব্যাপার, কিন্ত দেবরের জন্য ভাবী তো হাতের নাগালে, তাই অনেক সহজ ব্যাপার, এজন্য দেবর থেকে পর্দা করতে পারলে বাকিদের থেকে পর্দা করা সহজ হয়ে যাবে ইন-শা আল্লাহ।
আল্লাহ তায়ালা সকল মুসলমানদেরকে পর্দার বিধান মেনে চলার তাওফীক দান করুক।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৪
202605
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার মন্তব্যের মাধ্যমে শিক্ষনীয় কিছু বিষয় তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ।
১০
258595
২৭ আগস্ট ২০১৪ রাত ১২:৩০
দ্য স্লেভ লিখেছেন : তবে এই সুযোগে অনেকেই দীর্ঘদিন প্রবাসে পড়ে থাকেন যা ঠিক না,এতে বউ বাচ্চার হক নষ্ট হয় বলেই আমি মনে করি । পাশাপাশি এই দীর্ঘদিন দুরে থাকার কারনে পাপাচার হওয়ার আশংকা থাকে

২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৪
202606
প্যারিস থেকে আমি লিখেছেন : Crying Crying Crying
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩২
202925
আবু জান্নাত লিখেছেন : ভাই! এজন্য প্রতি বছর দেশে আসার চেষ্টা করি। আরেকটি কথা স্বরণ রাখবেন, প্রবাসীরা যদি প্রবাসে নিজের চরিত্রের হেফাজত করে, ইন-শা আল্লাহ অবশ্যই তাদের স্ত্রীরাও পাপাচার থেকে অবশ্যই দূরে থাকবে। কারণ আল্লাহ পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী ও পাপী পুরুষের জন্য পাপাচারী নারীই বরাদ্ধ করেছেন।
১১
258604
২৭ আগস্ট ২০১৪ রাত ০১:২০
বড়মামা লিখেছেন : সুন্দর ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৪
202607
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১২
258617
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:২৮
সুজা মানুস লিখেছেন : যাদের যৌন চুলকানি বেশী আর যারা তা নিয়ন্ত্রণে রাখতে পারে না তারা পরকীয়া করবেই এটা স্বাভাবিক।কে কি বলবে এটা ভাবার সময় তাদের নাই।এমনও আছে যে-স্বামী থাকেন বিদেশে, বড় সন্তানের বয়স ২২ বছর তার সামনেও মা পরকিয়ায় লিপ্ত।
পরকিয়ার ক্ষেত্রে পুরুস-মহিলা সবাই--উপায় নাই গোলাম হোসেন নীতি অবলম্বন করে।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৫
202612
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদের হেফাযত করুন।
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৪
202929
আবু জান্নাত লিখেছেন : আরেকটি কথা স্বরণ রাখবেন, প্রবাসীরা যদি প্রবাসে নিজের চরিত্রের হেফাজত করে, ইন-শা আল্লাহ অবশ্যই তাদের স্ত্রীরাও পাপাচার থেকে অবশ্যই দূরে থাকবে। কারণ আল্লাহ পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী ও পাপী পুরুষের জন্য পাপাচারী নারীই বরাদ্ধ করেছেন। @সুজা মানুস
১৩
258619
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:৪০
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : অবৈধ প্রেমের বিনিময়ে অনেকে ইনকামও করছে।বুঝা যাচ্ছে-এর অর্থনৈতিক ভূমিকাও বেশ ভাল।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৬
202614
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদের হেফাযত করুন।
১৪
258668
২৭ আগস্ট ২০১৪ সকাল ১০:২৪
কথার_খই লিখেছেন : ধর্মহীনতা ধর্ম পালনে অনিহা থেকে পরকীয়া সৃষ্টি।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৬
202615
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ আমাদের হেফাযত করুন।
২৮ আগস্ট ২০১৪ রাত ০২:২৫
202770
কথার_খই লিখেছেন : আমিন
১৫
258843
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৫
সাদিয়া মুকিম লিখেছেন : শুধু স্বামী বিদেশ থাকলেই পরকীয়া হয়? আমাড় মনে হয় এভাবে এককদোষ চাপিয়ে এই বিভীষিকা থেকে মুক্তি সম্ভব নয়!
একমাত্র যথার্থ পর্দারক্ষা কর চলা, ইসলামী শরিয়াহ বাস্তবায় থাকলেই সমস্ত অনাচার থেকে মুক্তি সম্ভব।

শুকরিয়া ভাই!
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৬
202617
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেকদিন পর মুহতারামা । অশেষ ধন্যবাদ
১৬
258915
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:১০
বাজলবী লিখেছেন : প্রবাস অার পর্দার কথা বল্লে হবে না পাশা পাশি অাল্লাহর ভয় ও পরকালের জবাবদিহিতার অনুভুতি থাকতে হবে।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৮
202623
প্যারিস থেকে আমি লিখেছেন : অবশ্যই সব কিছুর আগে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। ধন্যবাদ
২৮ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৩৭
202930
আবু জান্নাত লিখেছেন : আরেকটি কথা স্বরণ রাখবেন, প্রবাসীরা যদি প্রবাসে নিজের চরিত্রের হেফাজত করে, ইন-শা আল্লাহ অবশ্যই তাদের স্ত্রীরাও পাপাচার থেকে অবশ্যই দূরে থাকবে। কারণ আল্লাহ পবিত্র পুরুষের জন্য পবিত্র নারী ও পাপী পুরুষের জন্য পাপাচারী নারীই বরাদ্ধ করেছেন।
অত্যান্ত দুঃখের বিষয় হল অধিকাংশ প্রবাসীই প্রবাসে অবৈধ কাছে লিপ্ত হয়ে যায়। তাই তাদের স্ত্রীরাও সেই ঋণ শোধ করতে কুন্ঠাবোধ করে না।
আল্লাহ সবাইকে হেফাজত করুক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File