-----ডামি-------
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ২০ এপ্রিল, ২০১৪, ১১:৩৪:৩০ সকাল
আলী আজমেরিয়া
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
একটা বিড়াল সত্যিকারের
আরেক বিড়াল ডামি
বলোতো মা- তোমার কাছে
কোন বিড়ালটা দামি ?
ডামি বিড়াল কিনতে গেছে
হাজার টাকার বেশি
সে হলো যে বিদেশি আর
জ্যান্ত হলো দেশি।
ডামির জন্য লাগে না তো
খাদ্য খাবার কোনো
ডামিই হলো দামি বেশি,
মায়ের কথা শোনো !
মাগো, তুমি নাও ফিরিয়ে
তোমার নিঠুর বাণী,
কথা শুনে বুক ফেটে যায়
চোখে আসে পানি !
বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন