ছোট্ট মনের প্রশ্ন
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ১৫ এপ্রিল, ২০১৪, ১২:২৭:৫২ দুপুর
(জনি হোসেন কাব্য)
ছোট্ট মনে প্রশ্ন জাগে
রাহাত সিপাত সাভা'র,
সূর্য কেন উঠে ওরে
ডোবে কেন আবার!
আকাশ প্রাণে ধবল কেন
কেন নীলের কাবার,
শ্রমিক কেন গাছের রসে
তৈরি করে রাবার|
মানুষ কেন হারে জিতে
জীবন খেলায় দাবার,
চিন্তা মাথায় আসার কথা
চিন্তা মাথায় যাবার|
কাকে বেশি বাসো ভালো
কে যে বেশি লাভার,
আব্বু না কি আম্মু -খুকি
প্রশ্ন কেন বাবার|
সবাই কেন সুখ হারিয়ে
আশায় থাকে পাবার!
টোকাই কেন থাপ্পর খেয়ে
মুখটা করে না ভার|
ধনীরা পায় বেশি বেশি
গরীব পায় না খাবার,
ছোট্ট মনের প্রশ্ন গুলো
সত্যি অনেক ভাবার|
বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : https://www.facebook.com/groups/154956291336239/
বিষয়: বিবিধ
৯৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন