ALL ABOUT THE CHILDREN
লিখেছেন লিখেছেন শিশুর জন্য ০৬ এপ্রিল, ২০১৪, ১২:০৫:০৯ দুপুর
ইচ্ছা আমার / ছড়া
আহমেদ বশীর
পকেট ভর্তি ইচ্ছা আমার
খরচ করতে কষ্ট,
খাবার ইচ্ছা, যাবার ইচ্ছা,
ইচ্ছা যে হয় নষ্ট।
খেলার ইচ্ছা, ফেলার ইচ্ছা,
ইচ্ছা শখের ঘুম,
ইচ্ছা করে তাইতো আমার
পালিয়ে বেড়ার ধুম !
চেনার ইচ্ছা, কেনার ইচ্ছা,
ইচ্ছা ডলার কামাই,
তাইতো ইচ্ছা বিয়ের পরে
থাকতে যে ঘর জামাই।
আনার ইচ্ছা, জানার ইচ্ছা,
ইচ্ছাতে প্রেম আসে,
ইচ্ছা করেই সেই কি আমায়
লুকিয়ে ভালবাসে ?
লেখার ইচ্ছা, দেখার ইচ্ছা,
ইচ্ছার নাই শেষ,
কবে কখন ইচ্ছা নিয়ে
ঘুরবো দেশ-বিদেশ ?
Ahmed Bashir
April 2 at 10:15pm · Santa Clarita, CA, United States
মোটেল কার্য্যস্থল
এপ্রিল ১,২০১৪
বি. দ্র. শিশুদের জন্য ALL ABOUT THE CHILDREN পেইজ থেকে বাছাই করা লিখাগুলো ব্লগে প্রকাশ করার একটা প্রয়াস, শিশুদের নিয়ে লিখুন, পড়ুন এবং ভাবুন সুন্দর একটা আগামীর জন্য,ধন্যবাদ। লিঙ্ক : Click this link
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন