ক্যানভাস

লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ০৬ মে, ২০১৪, ০৯:৫৫:৫৯ রাত

পটুয়ার যত কাজ সব

একটা ক্যানভাসকে ঘিরে,

আমিও তো এক

মনের কারিগর॥

এমন এক কারিগর-

যার কাছে মনটাই এক বৃহত্‍ "ক্যানভাস". .

কিছুটা কল্পনার রং মেলাই,

কিংবা কিছুটা বাস্তবতা

কিছু আনন্দ ,কিছু বেদনা

আর এভাবেই তৈরি হয়-

একটি "মনের ছবি". .

মনের কাছে সবই তো নিছক,

তবু ক্যানভাসটা যে আসল,

ইজেলে আটকে তাই-

চালিয়ে যাই কল্পনার তুলি॥

হয়তোবা কিছু ছবি,

তৈরি হয়ে যায় অকপটে॥

তারপর?

সবগুলো ক্যানভাস একত্রিত করি আমি,

প্রবল এক ঘৃনায়,

তা পুড়ে ফেলি॥

কেন?

কারণ-

"মনের কাছে এসবই যে নিছক"

বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218280
০৬ মে ২০১৪ রাত ১০:০৫
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
218283
০৬ মে ২০১৪ রাত ১০:০৭
পুস্পিতা লিখেছেন : ভাল লিখেছেন...
218296
০৬ মে ২০১৪ রাত ১০:২৩
ছিঁচকে চোর লিখেছেন : অসাম হয়েছে ভাই অসাম
218307
০৬ মে ২০১৪ রাত ১০:৩৫
ফেরারী মন লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
218529
০৭ মে ২০১৪ দুপুর ০২:৩৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : "মনের কাছে এসবই যে নিছক" উহ্ দারুন লিখেছেন। ভালো লাগলো...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File