সুপ্ত কুঁড়ির ভাঙন
লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩০:১৪ সন্ধ্যা
মনটায় অবস্থা বড়ই নাজুক,
সুপ্ত কুঁড়ির মত অনেকটা॥
যেকোনো সময়ে সুপ্ততা ভাঙবে যে কুঁড়িটার,
অধীর আগ্রহে অপেক্ষা করছি!
সত্যিই কি তাই?
এই সুপ্ততা ভাঙলেই যে-
বহু রহস্য আর রহস্য থাকবে না।
কিছুটা আনন্দিত এবং অনেকটা দুঃখিত আমি-
কুঁড়িটা ফুটুক তা চাই না॥
ফুল যে পছন্দ করি না আমি!
সুপ্ততাটাই আমার কাছে সুন্দর
মনে হয় যেন-
সংকীর্ণ হয়ে পড়ব তা ভাঙলেই॥
গুচ্ছ কবিতা আর থাকবে না,
রাতের আকাশের চাঁদটার যে আর-
মাহাত্ম্য থাকবে না!
হঠাত্ করে দুটো লাইন লিখার
ইচ্ছেটাই যে আর থাকবে না. .
হয়তো আমি থাকব,তুমি থাকবে,
সুপ্ততাটা যে ফুল হয়ে হারিয়ে যাবে,
তার চেয়ে থাক না-
কুঁড়িটা সুপ্ত হয়ে!
বিষয়: সাহিত্য
১১৩৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন