আমার আকাশে একরাশ নীল

লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৫:২০:৩৮ বিকাল

এই যে আকাশ, এই যে আমার ভাবনা,

এই যে প্রেম,এই যে নীল বেদনা।

আকাশ নিয়ে খেলি আমি,

ক্লান্ত হয়ে তবেই থামি।।

আকাশ নিয়ে এত স্বপন,

বেলা অবেলায় কিছু কথোপকথন।

হারাব আমি এই আকাশে,

কিছু মেঘ নিয়ে দীর্ঘশ্বাসে।

তুমিও কি হারাবে আমার সাথে?

নাকি থাকবে তাকিয়ে ঐ বিস্তীর্ণ পথে?

সাদা তুলো নিয়ে আমরা করব খেলা,

এভাবেই কেটে যাবে কিছু বেলা।।

একরাশ নীল মুঠোয় ভরে,

হঠাত তুমি জড়িয়ে ধরে,

বলবে তুমি বাসো কি ভালো??

আর আধার হাতড়ে আমি খুজে পাব আলো।

বলব আমি, "বলতো কেন?"

তাকিয়ে থাকবে তুমি,অবাক হয়েছ যেন।

আমার আকাশে আজ একরাশ নীল,

মনটা নিয়ে গেল এক উড়ন্ত চিল।।

বিষয়: সাহিত্য

১১৪৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294929
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৫
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন! Rose Rose Good Luck Good Luck Rose Rose
294933
১৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো লিখাটি ভাইয়া। Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
294938
১৬ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
ধূসর পান্ডুলিপি লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File