অসমাপ্ত কাব্য-১
লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৬:১৭:০৫ সন্ধ্যা
যদি এমন হত যে আমি একটা কাব্য লিখতাম,
তুমি হতে নায়িকা আর আমি নায়ক,
যদি কাব্যটা এমন হত যে
সেখানে গানের মাহাত্ম্য বুঝত না যে গায়ক॥
যদি এমন হত তোমায় ভেবে,
লিখতে যেতাম কোনো এক গল্প,
হয়তোবা ব্যর্থ হতাম,
হয়তো বা সফল হতাম অল্প॥
দেখা যেত,তুমি তাকিয়েই থাকতে,
আর আমি হয়ে যেতাম কবি,
দুটো নূতন লাইনের পাশাপাশি,
এঁকে ফেলতাম হয়তো তোমারই ছবি॥
হয়তোবা মাঝে মাঝে তোমায় ,
ভেবে বসতাম বহুরঙা এক প্রজাপতি,
তোমারই ছোঁয়ায় হয়তোবা-
ফিরে আসত কাব্যের সুমতি
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন