আব্দুল কাদের মোল্লার হত্যাকান্ডের ৩৪৮দিন পর রিভিউ আবেদনের রায় প্রকাশ

লিখেছেন লিখেছেন ইসলাম কখনো মাথা নত করেনা ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৬:২৯:১৪ সন্ধ্যা

জনব আব্দুল কাদের মোল্লার আইনজীবীগন ১১ডিসেম্বার ২০১৩

তাড়াহুড়া করে রিভিউ আবেদন দায়ের করেন।

এ আবেদনের উপর শুনানী হয়।

আদালত আবেদন খারিজ করে দেন।

কিন্তু কোন গ্রাউন্ডে তা খারিজ করা হয় তা জানার সুযোগ না দিয়ে ফাঁসি কার্যকর এক নজীর বিহীন ঘটনা।

রিভিউ আবেদন খারিজ করা হয় ১১ ডিসেম্বর২০১৩।

আর এর ৩৪৮দিন পর ২৫ নেভেম্বর২০১৪ রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।পূর্ণাঙ্গ রায় প্রকাশের পূর্বে ফাঁসি কার্যকর করে সরকার তার প্রতি চরম অবিচার করেছে। রিভিউর এর পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে রিভিউ 'মেনটেনেবল' এবং ১৫ দিনের মধ্যে হলো? বাংলাদেশের জনগন ও বিশ্ববাসীর নিকট এ এক বিশাল প্রশ্ন।

বিষয়: বিবিধ

১৩১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297550
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৮
ভিশু লিখেছেন : কোন মানের বিচার হলো এটি? আর কিভাবেই বা তা তড়িঘড়ি করে ওভাবে কার্যকর করা হলো?! এ প্রশ্ন এই জাতিকে কমপক্ষে আরো শতাব্দী খানেক উত্তপ্ত রাখবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File