অদ্ভুত সময়

লিখেছেন লিখেছেন ধূসর পান্ডুলিপি ১০ অক্টোবর, ২০১৪, ১১:৪৭:৪১ রাত

মেঘ বলেছিল আজ আসবে,

সে কথা রাখেনি. .

আকাশের কান্নাটাও তাই-

দেখা হলো না. .

আমিও কথা রাখিনি,

আকাশপানে তাকাব বলেছিলাম,

সময় সুযোগ হয়ে উঠেনি.

তাই আর তাকায়ওনি. .

ছফি আঁকব ভেবেছিলাম,

আঁকা হয়নি,

ভালোবাসব ভেবেছিলাম,

বাসা হয়নি.

কবিতা লিখব ভেবেছিলাম,

লিখা হয়নি. .

স্মৃতিচারণা করব ভেবেছিলাম,

করা হয়নি. .

সময়টা বড়ই অদ্ভুত. .

প্রতিজ্ঞাগুলোকে রাখতে দেয় না. .

মানতে দেয় না. .

হাজার প্রতিজ্ঞা করি রোজ,

পালন করা হয় না. .

হাজার স্বপ্ন দেখা হয় রোজ,

বাস্তব হয় না. .

হাজার কথা বলব ভাবি রোজ,

কিছুই বলা হয় না. .

সবকিছুর উপর রাগ করব ভাবি,

করা হয় না. .

শব্দ খুঁজব ভাবি,

খোঁজা হয় না. .

মেঘমিলনে তাকাব ভাবি,

তাকানো হয় না. .

সময় বড়ই অদ্ভুত,

প্রতিজ্ঞাগুলোকে রাখতে দেয় না :-)

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272984
১১ অক্টোবর ২০১৪ রাত ১২:১৩
ফেরারী মন লিখেছেন : আপনার তো কিছুই করা হয়নি। তাহলে হয়েছেটা কি? Worried
273007
১১ অক্টোবর ২০১৪ রাত ০৩:০২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


কিন্তু এ পোস্ট টি দিয়েছেন-
এইতো! হওয়া শুরু হয়ে গেছে,
এখন থেকে সবই হবে যাকিছু ভালো..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
273010
১১ অক্টোবর ২০১৪ রাত ০৩:২১
ভিশু লিখেছেন : কিচ্ছুই না করতে পেরেই আপনার যা হয়েছে/হচ্ছে - পারলে যে কি কর্তেন/কর্বেন... Chatterbox Day Dreaming Good Luck Rose
273028
১১ অক্টোবর ২০১৪ রাত ০৪:২৭
নোমান২৯ লিখেছেন : এর মাধ্যমে শুরু হল মনে হয় Tongue Tongue Tongue|ধন্যবাদ সজীব পান্ডুলিপি ভাইয়া!|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File