কওমী মাদ্রাসার ছাত্রদের অন্যতম কয়েকটা জঘন্য অপরাধ !
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১০ অক্টোবর, ২০১৪, ১১:২৯:৫১ রাত
১। এরা মেয়েদের কলেজের
সামনে দাঁড়িয়ে থাকতে পারেনা।
২। রাস্তার মোড়ে আম্লিক স্টাইলে মেয়েদের
ওড়না ধরে টানতে পারে না।
৩। রাস্তায় মেয়েদের দেখলে মাথা নিচু
করে হেঁটে চলে যায়, যার কারণে 'পতিতাদের'
চেতনায় বড়ই আঘাত লাগে।
৩। এরা কোনো মেয়ের চোখের
দিকে তাকিয়ে কথা বলে না, কারণবশত কথা বললেও
তাদের দৃষ্টি নিচু থাকে।
৪। এরা পার্কে মেয়েদের সাথে কচুমচু করতে পারেনা।
৫। নাচ,গান,কনসার্ট এর কথা বলে মানুষের কলার
ধরে চাঁদা আদায় করতে পারে না।
৬। এরা ডিজুস স্টাইলে চলাফেরা করতে পারেনা, সব
সময় সবসময় অতি সাধারণ চলাফেরা করে।
৭। এরা কাউকে খুব খারাপ পরিস্থিতিতেও
গালি দিতে পারেনা/জানেনা।
৯। এরা অতি অল্পতে রেগে যায় না বরং বুঝানোর
চেষ্টা করে।
১০। এরা পরনিন্দা আর মিথ্যা বলে না এবং সেটি পছন্দ
করেনা।
আর সবথেকে বড় অপরাধ হলো এদের ঈমান/বিশ্বাস
খুবই দৃঢ়, যা পৃথিবীর কেউ
কোনো শক্তি কোনো ভাবেও নষ্ট করতে পারে না।
এটিই এদের কাছে থাকা একমাত্র ভয়ংকর অস্ত্র।
এই কারণেই বোদহয় কওমী মাদ্রাসার ছাত্রদের বলা হয়
সন্ত্রাস?
বিষয়: বিবিধ
১৩৬৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
কাওমী মাদ্রাসা অধ্যয়ণরতদের স্বভাবজাত বিষয় এগুলো যেন,ব্যতিক্রম যে নেই তা নয়,তবে ব্যতিক্রম আলোচনার দাবী রাখে না বেশী।
সামাজিক বিষয়াবলীতে স্বক্রিয় অংশগ্রহন কাওমী মাদ্রাসা কে অনন্য উচ্চতায় নিতে পারে আরো।
উপস্হাপনার জন্য অনেক ধন্যবাদ......।
মন্তব্য করতে লগইন করুন