নোবেল মালালা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১১ অক্টোবর, ২০১৪, ১২:৪৯:১৯ রাত
এমন কি কাজ করছো তুমি
পেয়েছো নোবেল পুরষ্কার।
অশান্তিতে ভাসছে মানুষ
করছে তোমায় তিরষ্কার।
-
যাদুর কাঠি হাতে নিয়ে
দেখিয়ে দিলে শান্তি ।
আসলে কি মানুষ শান্তি
দেখছে? নাকি সব ভ্রান্তি?
-
তোমার দেশের সব নারীরা
ছিল নাকি অশিক্ষিত ?
এই বয়সে কেমনে তুমি
করলে তাদের দীক্ষিত?
-
মূর্খতা আর ভন্ডামী যদি
দেখতো নোবেল আলফ্রেড
নোবেল প্রাইজ বন্ধ করে
মনের দুঃখে হত ডেড।
-
জাতিসত্ত্বা বিকিয়ে মালালা
পেয়েছো তুমি কি!!!
শান্তি কামী বিশ্ব বিবেক
বলছে তোমায় ছি!!!
১০/১০/২০১৪
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহারে ! নোবেল তুই এখন নীতি নৈতিকতার উর্ধে প্যাঁচাটা গোলামদের ভোগের পুতুল ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন