কবিতা: তাহার সন্ধানে
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:১৫:০২ সন্ধ্যা
[উৎসর্গ-কাশফুলকে]
--------------------------------------------
আমি খুঁজে ফিরি তোকে
টিএসসি চত্বরে,
মানুষের মুখে মুখে
চলমান রিক্সায়।
খুঁজে ফিরি তোকে
অপরাজেয় বাংলায় অথবা কিংবা
বটতলার দুর্বা ঘাসে।
ভিসি চত্বর হয়ে
মল চত্বর ঘুরে
খুঁজে ফিরি তোকে
ডাকসু ক্যান্টিনে।
খুঁজে ফিরি তোকে
নীলক্ষেত মোড়ে অথবা কিংবা
পিচ ঢালা নাগরিক রাস্তায়।
বিষয়: সাহিত্য
৯৯৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুজে ফিরেন যাকে।
মন্তব্য করতে লগইন করুন