ভাইয়ের লাশ টেনে হিচড়ে ১ মাইল নিয়ে গেল খুনী ভাই!
লিখেছেন লিখেছেন অরুণোদয় ০৬ মে, ২০১৪, ০৯:৫১:১০ রাত
এক ব্যক্তি তার ভাইকে গাড়ির পেছনে বেঁধে এক মাইলেরও বেশি টেনে নিয়ে গেছে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের কেনটুকি রাজ্যে।
সিবিএস নিউজের খবরে বলা হয়, কেনটুকি রাজ্যের উডফোর্ড কাউন্টির রাস্তায় ৫১ বছর বয়সী টিমথি সুন্দার নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। এই ঘটনায় তার বড় ভাই ভেরনন সুন্দারের (৫৬)বিরুদ্ধে হত্যা ও লাশ বিকৃত করার মামলা দায়ের করা হয়েছে।
ড্যানিয়াল ক্লার্ক নামের একজন পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি লাশটি দেখতে পান। ঘটনাস্থলে আসার পর পুলিশ নিকটবর্তী বাড়িতে অভিযান চালায়।
এ বিষয়ে তিনি বলেন, "একটি আবাসিক ভবনের বাইরে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আমরা স্থির করলাম যে, ভবনটির সাথে লাশটির একটি যোগসূত্র আছে। আর ভবনের ভিতরে মানুষ অবস্থান করছে- এমনটা চিন্তা করার(যথেষ্ট) কারণও আমাদের ছিল।"
পুলিশ আসার পর ৩ ঘন্টা বিতর্ক করতে থাকেন অভিযুক্ত ভেরনন সুন্দার। যাহোক, এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।
কীভাবে টিমথি সুন্দারের মৃত্যু হয়েছে সেটা জানার জন্য ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে, লাশ টেনে হিচড়ে নেওয়ার আগে টিমথি'র মৃত্যু হয়েছে, নাকি পরে মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।
অভিযুক্ত ব্যক্তির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ করা হয়েছে কিনা, সেটা এখনো জানা যায়নি। সূত্র: সিবিএস নিউজ।
- See more at: http://www.timenewsbd.com/news/detail/11867#sthash.2aUlsthk.dpuf
বিষয়: বিবিধ
৯৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন