গুমের পর আশু করনীয় !!!

লিখেছেন লিখেছেন তীর্যক১০ ০৬ মে, ২০১৪, ১০:১৭:১১ রাত

গুমপ্রজাতন্ত্রে বাস করবেন কিন্তু গুম হবেননা তা তো হয়না। আপনি আমি কিংবা আমাদের কোন স্বজন অকস্মাৎ গুম হয়ে যেতে পারে আর হওয়াটাই স্বাভাবিক। তাই আসুন গুম হবার পর হতবুদ্ধি কাটিয়ে আশু করনীয় কি জেনে নিইঃ

- স্থানীয় বালের মন্ত্রী-এমপিদের সাথে দেন-দরবার করুন, অর্থ দিয়ে সমঝোতায় আসুন।

- বালের সাথে স্থানীয় টেন্ড়ার, রাস্তা কালভার্টের কন্ট্রাক্ট, এলাকার আধিপত্য, সম্পদের মালিকানা নিয়ে বিরোধ বিনা শর্তে সমঝোতা করুন।

- বালের দাবীকৃত চাঁদা, জমি, গৃহস্থালী পশু ইত্যাদি যতই মূল্যমান হউক বিনা বাক্য ব্যয়ে দিয়ে দিন।

- গুম হবার পর স্বজনরা নিকটস্থ থানায় যোগাযোগ করুন; জানতে চেস্টা করুন ক্রস ফায়ারে দিচ্ছে কিনা।

- অপহৃত ব্যক্তির শিশুসন্তান, পরিবার ও গ্রামবাসীকে নিয়ে থানার সামনে “আমার বাবাকে ক্রসফায়ারে দিবেননা /ফিরিয়ে দিন” মর্মে মানব বন্ধন করুন।

- সাংবাদিক সম্মেলন করে গুমের ঘটনা সবাইকে জানানোর চেস্টা করুন।

- গুমের মানসকন্যা তথা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে “অমুককে প্রাণ ভিক্ষা দিন” ব্যানার নিয়ে বিণীতভাবে দাড়িয়ে থাকুন। বুঝেনই তো জীবন মৃত্যুর ফয়সালা ........

- সাধ্য আর সামর্থ থাকলে গুমের মানসকন্যা ও তদীয় পিতার স্তুতিমূলক বক্তব্য / পোস্টার প্রচার করুন।

- আক্রমনাত্মক না হয়ে আত্মরক্ষামূলক আচরণ করুন। এই গুম খুনে কারো দোষ নেই, গুম রাজ্যে আমরা বসবাস করি বিধায় অপরাধ আমাদেরই ,,,,

- নিকটস্থ ডোবা নালা, খাল বিল, নদীতে চোখ রাখুন। অন্ততঃ ভাগ্যক্রমে আপনার প্রিয়জনের লাশটি যদি মেলে! যদি ভেসে উঠে! কুকুর-শিয়ালে যদি টেনে বের করে নিয়ে আসে বন বাদাড় কিংবা মাটি চাপা থেকে।

- চক্ষু নাসিকা খোলা রাখুন। অস্বাভাবিক বস্তু/ পচা লাশের গন্ধ পান যদি ।

- সবশেষে আল্লাহ কে ডাকুন “হে আল্লাহ আমাকে স্বাভাবিক মৃত্যু দাও”, সাবধান ! উচ্চস্বরে বালের বিরুদ্ধে আল্লাহ কেও বলতে যাবেননা যেন!

বিষয়: বিবিধ

১১৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

218308
০৬ মে ২০১৪ রাত ১০:৩৬
ফেরারী মন লিখেছেন : Happy) Happy) Happy) Happy) Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up দারুন আইডিয়া
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
166636
তীর্যক১০ লিখেছেন : ধন্যবাদ।
218310
০৬ মে ২০১৪ রাত ১০:৩৮
ছিঁচকে চোর লিখেছেন : ফান হলেও ঘটনা তো সত্য অনেক ধন্যবাদ
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
166637
তীর্যক১০ লিখেছেন : আপনাক্ওে ধন্যবাদ।
218323
০৬ মে ২০১৪ রাত ১১:০৪
মাটিরলাঠি লিখেছেন : জনগুরুত্ত্বপূর্ণ দরকারি পরামর্শ সমূহ; তবে এইগুলা দিয়া মনে হয় কোন কাজ হবেনা। পুরুষ হইলে থাকতে হবে রিজওয়ানা, নারী হইলে কি থাকতে হবে জানিনা।
০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
166640
তীর্যক১০ লিখেছেন : ঠিক বলেছেন, তবে রিজ্ওয়ানার মত বউ কয় জনের আছে বলূন। আমার পরামর্শ সবার জন্য প্রযোজ্য।
218339
০৭ মে ২০১৪ রাত ০১:৪৭
সাদাচোখে লিখেছেন : আল্লাহ আপনাকে হেফাজত করুন।

তীর্যক বটে।

০৭ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
166641
তীর্যক১০ লিখেছেন : আমিন! ভাল থাকবেন, অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File