সরকার এবং বিরোধিদল যুগপতভাবে ভারত লেহনে চ্যাম্পিয়ন !!!
লিখেছেন লিখেছেন তীর্যক১০ ১৮ মে, ২০১৪, ০৭:২২:১৬ সন্ধ্যা
দশ বছর আগে আমার প্রিয় মাতৃভুমির আর্থ-সামাজিক, রাজনৈতিক অবস্থা এমনতর ছিলনা।
- পেশী শক্তির জোরে ভোটারবিহীন নির্বাচন হবে।
- আন্তর্জাতিক মহলে নির্বাচন স্বীকৃত হলো কি হলোনা ব্যাপারনা; ভারত স্বীকৃতিতে সরকার গঠিত হবে।
- দেশপ্রেমিক (!) নেতারা মন্ত্রী-এমপি হবার দৌড়ে ভারতীয় হাই কমিশনে ধর্ণা দেবে।
- সরকার ও বিরোধি দল যুগপতভাবে ভারতে তোষনে চ্যাম্পিয়ন হবে।
- বাংলাদেশের সরকারি ও বিরোধি দল ভারতের নতুন সরকারকে বরণ করতে উম্মুখ হয়ে থাকবে। ভাবটা যেন এমনঃ " হে প্রভু! আমার মত অনুগত ভৃত্য এদেশে আর দ্বিতীয়টি নেই"
ভারতের নতুন সরকার আর নির্বাচনকে ঘিরে আমাদের মেরুদন্ড়হীন নেতাদের কামড়াকামড়ি দেখুনঃ
১/ বিজেপি নেতা নরেন্দ্র মোদি ক্ষমতায় আসছেন বলে যাঁরা খুশি হয়েছেন তারা আহাম্মকের দল- আশরাফ
২/ ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হবেনা : তোফায়েল
৩/ বিজেপির জয়ে ছাগলের মতো লাফালাফি করে লাভ নেই: শেখ সেলিম
৪/ প্রতিবেশি বা পশ্চিমা কোনো বন্ধুই কাজে আসবে না: কামরুল
৫/ বিজেপির নির্বাচনী ইশতেহার সিরিয়াসলি নেয়ার কিছু নেই : গওহর রিজভী
৬/বিজেপির জয়ে নাচানাচি কেন : বিএনপিকে লতিফ সিদ্দিকীর প্রশ্ন
৭/ ভারতের নির্বাচনে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: ওবায়দুল কাদের
৮/ বাংলাদেশ হোক আপনার দ্বিতীয় ঘর । মোদিকে হাসিনা
৯/ মোদিকে শুভেচ্ছা জানিয়ে হাসিনার ফোন।
১০/ ভারতে বিজেপি'র জয়ে আওয়ামিলীগ নার্ভাস - মির্জা ফখরুল
ফুটনোটঃ বাংলাদেশ কে ভারতের রাড়ারের বাইর যেতে দেয়া হবেনা।
সিদ্ধান্তঃ আমরা যে দিনে দিনে ভারতের উদরে ঢুকে যাচ্ছি সেটা কি বুঝছেন আমাদের গদি প্রেমিক নেতারা !!!!
বিষয়: বিবিধ
১২৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন