ইসলামের নামে বানোয়াট কাহিনী(পর্ব০ 1)

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১৮ মে, ২০১৪, ০৭:১৪:৪৭ সন্ধ্যা

ফাতেমা(রাঃ) নিয়ে ১টা কাহিনি আছে।

ফাতেমা(রাঃ) নাকি স্বামীর খেদমত করতে জানতেন না(!)। তাই রাসুল(সঃ) উনাকে ১ কাঠুরিয়ার স্ত্রীর কাছে পাঠালেন। তিনি গিয়ে দেখলেন কাঠুরিয়া এখন বাড়ি ফিরেনি। তার স্ত্রী পানি, দড়ি আর লাঠি নিয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছে । ফাতেমা(রাঃ) মহিলার কাছে পানি, দড়ি আর লাঠির রহস্য জানতে চাইলো। মহিলা বলল তার স্বামী বাড়িতে আসলেই হাত- মুখ ধোয়ার জন্য পানি দিতে হবে। যদি স্ত্রীর কোন অপরাধ ধরা পড়ে তাহলে স্বামী তাকে লাঠি দিয়ে মারবে এবং মারের পরিমান বেশি হলে সে যেন দৌড়ে পালাতে না পারে বা হাত দিয়ে ঠেকাতে না পারে তাই দড়ি রাখা হয়েছে তাকে বাঁধার জন্য।

এই কাহিনী শুনার পর ফাতিমা(রাঃ) স্বামীর গুরুত্ব বুঝতে পারলেন(!)।

বলা হয়ে থাকে সর্বপ্রথম জান্নাতে যাবে ফাতিমা(রাঃ) আর উনার উটের রশি ধরেধরে জান্নাতে প্রবেশ করবে ওই কাঠুরিয়ার স্ত্রী।

এবার আসেন মূল কথায়।

**** কাহিনি শুনে বুঝা যায় এটা রাসুল(সঃ) জীবদ্দশায় ঘটেছে ।তাহলে তো সাহাবি হিসেবে কাঠুরিয়া এবং তার বউয়ের নাম থাকতো । মজার ব্যাপার হচ্ছে সহি তো দূরের কথা দুর্বল বা জাল কোন হাদিসেও এই কাহিনি নাই। এবং গল্পকারদের জিজ্ঞেস কইরেন তারাও এদের নাম জানেনা।

**** খাতুনে জান্নাত বলা হয় ফাতেমা(রাঃ) কে। উনার কাছে ওই সময়ের অনেক মহিলা আসতো অনেক কিছু শিক্ষার জন্য। আর এই গল্পে দেখানো হয়েছে উনি যাচ্ছেন মহিলার কাছে। আসলে ফাতেমা(রাঃ) কে খাট করাই হচ্ছে এই গল্পের মূল লক্ষ্য । তাই এমন দেখানো হয়েছে।

****কোরান এবং হাদিসে বলা হয়েছে স্ত্রীর যদি চরিত্র খারাপ হয় বা সন্দেহ থাকে তাহলে তাকে হালকা প্রহার করা যায়। এই প্রহারের আবার ধরণ বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে" খবর্দার মুখে মারবেনা আর মারার কারনে যেন স্ত্রীর গায়ে কোন দাগ না পড়ে।" জেহেতু মহিলার স্বামী মহিলাকে মারে তাইলে সে কি চরিত্রহীন মহিলা ছিলো??????

**** যদি তর্কের খাতিরে ধরেও নি মহিলা চরিত্রহীন তার স্বামী রাসুলের সময়ের হয়ে রাসুলের শিক্ষা ভুলে তাকে কিভাবে এত খারাপ ভাবে মারে যে ,সে দৌড়ে পালানোর বা হাত দিয়ে ঠেকানোর সম্ভাবনা থাকে?????? কারন রাসুল(সঃ) বলেন " তোমাদের মধ্যে যারা স্ত্রীকে মারে তারা স্বভাবের দিক দিয়ে ভালো মানুষ নয় ( আবু দাউদ) ।

**** মহিলাও কেমন বলদ সারাদিন খারাপ কাজ করে বসে থাকে স্বামীর মার খাওয়ার জন্য। আর রাসুল(সঃ) বলেন" ঐ স্ত্রি উত্তম যাকে দেখলে টার স্বামীর অন্তর খুশি হয়ে যায়" আর এই মহিলাকে দেখলে তার স্বামীর হয় মেজাজ খারাপ।

আসলে এইসব কোনইসলামী কাহিনি নয় ।নবি, রাসুল, উনাদের ছেলে, মেয়ে আত্মীয় স্বজনকে খাট করাই এইসব কাহিনির লক্ষ্য। নবিদের বা রাসুলদের খাট করে লাভ কি?????? উনাদের খাট করলে উনাদের শিক্ষাও মানুষ ভুলে যাবে। ইসলাম আর রাষ্ট্রক্ষমতায় আসবেনা।

জিহাদ করবেনা। এটাই কি এসবে কাহিনির লক্ষ্য ?????? আপনার কি মনে হয়?????

বিষয়: বিবিধ

২৯০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

223141
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : আজগুবি গল্পের শেষ নেই।
223142
১৮ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
আসলে এইসব কোনইসলামী কাহিনি নয় ।নবি, রাসুল, উনাদের ছেলে, মেয়ে আত্মীয় স্বজনকে খাট করাই এইসব কাহিনির লক্ষ্য। নবিদের বা রাসুলদের খাট করে লাভ কি?????? উনাদের খাট করলে উনাদের শিক্ষাও মানুষ ভুলে যাবে। ইসলাম আর রাষ্ট্রক্ষমতায় আসবেনা।


223218
১৯ মে ২০১৪ রাত ১২:০৭
বিন হারুন লিখেছেন : ওরা কাহিনি বানায় এভাবে যে আমার দাদি তার শাশুড়ির নানীর থেকে শুনেছে. করিম মিয়া তার ভাগিনার মামাকে বলতে শুনেছে. এমন আজগুবি কথাগুলো ইসলামের নামে চালিয়ে টেলিভিশনেও শরিয়ত মারিফাতের নামে গানের অভাব নেই. খুব ভাল লাগল পর্ব ০১ যখন পেছেছি আশাকরি ২ও পাব.
223302
১৯ মে ২০১৪ সকাল ১১:১১
এলিট লিখেছেন : Very good attempt - We should know which stories are fake. Keep it up.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File