মা দিবসে আম্মা এবং তাঁর নাতি-নাতনীদের মা কে স্মরন করছি !!!
লিখেছেন লিখেছেন তীর্যক১০ ১২ মে, ২০১৪, ০১:৩০:৫৩ দুপুর
কেতাদুরস্ত হয়ে অফিসে আরাম কেদারায় বসে আছি। বাসার ফ্রীজে আজ ক'টা তেলাপিয়া মাছ আর বাসি একটা পাতাকপি ছাড়া কিছুই নাই। রান্নার জন্য মরিচ ধনেপাতা আনতে হবে কিনে।
অফিস ছুটি হবে সাড়ে সাতটায়, কিন্তু ব্যক্তিগত কাজে রাত সাড়ে এগারটার আগে বাসায় ফেরা হবেনা। তারপর লূঙ্গি কাছা মেরে তরকারি কোপানোর কাজ। রাগ আর পেয়াজের ঝাঁজ একাকার হয়ে বারি বর্ষিত হবে চোখে। কোন রকমে ডাল চালে সিদ্ধ করে পেটে চালান দিয়ে হুড়মুড়িয়ে বিছানায়; সাড়ে সব্বনাশ কাল সকাল ৮ টায় আবার অফিস !!
উফ্, জীবনটা একদম তেজপাতা হয়া গেল!!
আজকের মা দিবসে আম্মা এবং তাঁর নাতি-নাতনীদের মা কে স্মরন করছি, তোমরা থাকতে আমার এই দশা !
(গতকাল মা দিবসে ফেবুতে লেখা স্ট্যাটাস)
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একদম ঠিক বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন