বাংলাবানান ও শব্দগঠনঃ ভুল শুধু ভুল-৩
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২২ মে, ২০১৪, ১০:২৪:৪৫ রাত
বাংলা/বাঙলা নাকি বাঙালা
বাংলা/বাঙলা/বাঙালা এ শব্দগুলোর কোনটা যে, সঠিক এবং কোনটা ব্যবহার করা উচিৎ তা নিয়েও আমরা কিন্তু বিভ্রান্ত। বাংগালী, বাঙ্গালী, বাঙালি, বাঙালী এসবই আমরা ব্যবহার করে থাকি, যা পৃথিবীতে নজিরবিহীন বৈকি। বাংলা একাডেমীরও এক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বা কার্যকর ভূমিকাই নেই। বরং তাদের ''সংক্ষিপ্ত বাংলা অভিধানে'' লেখা আছে শুধু ''বাঙ্গালী ও বাঙালি''। একই শব্দের একাধিক বানানের অপশন থাকলেই কিন্তু যতো সমস্যা, যার সমাধান বাংলা (নাকি বাঙলা) একাডেমী করতে কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। আমাদের বিভিন্ন বইয়ে দেখবেন বাংলাদেশ, বাঙলাদেশ লেখা পাবেন।
কী এবং কি?
আমি এখানে ব্যাকরণ নিয়ে তেমন তাত্ত্বিক আলোচনায় যাবো না। শুধু চর্চাগত ভুল বানান ও শব্দগঠনের বিষয়টই আলোচনা করবো।
আমরা লিখতে গিয়ে কী এবং কি'র ফারাকও খুঁজে পাইনে এবং এটাও ভাবিনে যে, এদের একই অর্থ হলে দু'রকম বানানই বা হবে কেনো?
শুধু এতটুকুই স্মরণ রাখলে চলবে যে, ইংরেজি হোয়াট শব্দের যে অর্থ কী'র অর্থও তা-ই। কী দ্বারা এমন প্রশ্ন করা হয়, যার জবাব এককথায় হবেনা; যেমন-তোমার নাম কী? কী দিয়ে ভাত খেয়েছো?
আবার কি'র দ্বারা যখন প্রশ্ন করা হয়, তখন শুধুমাত্র হ্যাঁ বা না দিয়েই জবাব দিতে হয়। যেমন- আজ স্কুলে যাবে কি? তুমি কি বুঝতে পারছো? আশা করি সবার কাছে বিষয়টি পানির মতো পরিস্কার হয়েছে।
মত/মতো/কোন/কোনো/কোণ/ভাল/ভালো ইত্যাদি
মতামত-অভিমত অর্থে ব্যবহৃত হয় মত শব্দটি কিন্তু সাদৃশ্য-তুল্য অর্থে ব্যবহার করা হয় মতো বা মতোন শব্দ, যা অনেকেই গুলিয়ে ফেলে দুই অর্থে কেবল মতকেই বেছে নেন।
আমাদের অধিকাংশই কোন আর কোনোকে একই অর্থে গুলিয়ে লেখেন, যা মারাত্মক ভুল। কোন শব্দটি প্রশ্নবোধক অর্থে ব্যবহার করতে হয় এবং বাক্যশেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এর কাছাকাছি অর্থপ্রকাশ করে এমন একটি প্রশ্নবোধক শব্দ হচ্ছে কোনটি; যেমনঃ কোন লোক এসেছে বলছো? আর কোনো একটি অনির্দিষ্টবাচক শব্দ যেমনঃ তুমি কোনো কথাই বলবে না।
আর ৯০ ডিগ্রী কোণ তো সবাই চেনেন আশা করি।
ভাল এবং ভালো একই অর্থে (ইংরেজি গুড) ব্যবহারে বাংলা একাডেমীর নির্দেশনা থাকলেও আমার মতে তা মারাত্মক ভুল ব্যবহার। কারণ দুই শব্দে দু'রকম বানানসত্ত্বেও ভাল এবং ভালো'র উচ্চারণ এক হওয়াটা অযৌক্তিক ও অস্বাভাবিক নয়কি?
আবার ভাল'র একই বানানসত্ত্বেও দু'বার দু'রকম উচ্চারণ ছাড়াও পৃথক পৃথক অর্থপ্রকাশও কি বিভ্রান্তিকর ও দুর্বোধ্য নয়? ছোট বাচ্চাদের কাছে এর কী ব্যাখ্যা আছে বলুন?
যেমনঃ ভাল বানানের ;ল; এ ও-কার না থাকাসত্ত্বেও গুড বোঝাতে একে যে উচ্চারণে পড়তে হয়, সেই একই শব্দকে কপাল বা ললাট অর্থে উচ্চারণের সময় এর শেষের ''ল'' এ আবার হসন্ত ব্যবহার করেই তবে পৃথক অর্থে প্রকাশ করতে হয়। এটা কি সহজ বিষয় নাকি বিশেষতঃ বাচ্চাদের চরম বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়ার মতো ঘটনা নয়?
এমন বহু শব্দ আছে যা নিয়ে বাচ্চাদের কাছে আমি স্বয়ং অপদস্থ ও কিং কর্তব্যবিমূঢ় হয়ে যাই!!
কিছু একাধিক শব্দযুক্ত নামবাচক শব্দ দেখুন
বাংলা একাডেমীর সংক্ষিপ্ত বাংলা অভিধানের ভূমিকা থেকে কিছু শব্দ তুলে দিলাম যা পৃথক করে লেকাটা হবে ভুলঃ যেমন- অভিধান সংকলন-সম্পাদন-পরিমার্জন-পরিবর্ধন-প্রকাশনার কাজ----, নিত্যব্যবহার্য, প্রথমবার, শব্দসংক্ষেপ, ব্যবহারযোগ্যতা ইত্যাদি
(চলবে)
প্রথম পর্ব পড়ুন এখানে
দ্বিতীয় পর্ব পড়ুন
বিষয়: বিবিধ
১৫৫৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ভাল আর ভালো এর ফারাক বুঝতে পারিনি।
ভাই একটি বানান জানতে চাচ্ছি।
মাঝে মাঝে ত লিখতে হয়। সেটা শব্দের সাথে লাগিয়ে লিখবা নাকি আলাদা লিখব?
যেমন আপনি তো সেটা বলেননি। তিনিত যাননি। তিনি তো যাননি। তিনি ত যানিনি। তুমি ত শোননি। তুমি তো শোননি। তুমিতো শোননি। এখানে কোনটা শুদ্ধ?
ভাই, এ বিষয়টি নিয়ে বিতর্ক আছে-তবে তো অব্যয়টি আগের শব্দের সাথেও লাগিয়ে লেখা যায়-এতে অর্থের হেরফের হবেনা। যেমন আপনিতো ভালো লোক হে?
মন্তব্য করতে লগইন করুন