Give Up Give Up Give Up |আকুতি,কাকুতি কিংবা মিনতি । রাখবেন কি ?|Give Up Give Up Give Up যদি রাখেন তবে শুভেচ্ছা এগুলোর-Rose Rose Rose Good Luck Good Luck Rose Rose Rose

লিখেছেন লিখেছেন নোমান২৯ ২২ মে, ২০১৪, ১০:৫০:১৬ রাত

Rose Rose Rose



এই যে ভাইয়া/আপু ! আপনাকেই বলছি । আপনিও হয়ত ভাবছেন আপনার পছন্দ দেশের পতাকা কিনবেন।ঐ দেশের সমর্থন প্রকাশ করবেন । কি হবে এতে ভাইয়া / আপু ? ভেবে দেখেছেন কি ?

তাই আসুন-

পতাকাকে না বলি,

দু’টা জামা কিংবা

দু’মুঠো ভাত;

খাই একসাথে,

পথশিশুদের সাথে ।

আসুন না ভাই/বোন একটু হাঁসি যদি, দু’টো ঠোঁটে আমরা অল্পতেই ফুটাতে পারি তবে তা কেন নয় ?

Give Up Give Up Give Up

_____________শুরু এখান থেকে-

আকুতি,কাকুতি কিংবা মিনতি । রাখবেন কি ?

বিশ্বকাপ ফুটবল সন্নিকটে । অন্যান্য দেশের মত বাংলাদেশও ফুটবল জ্বরে আক্রান্ত হওয়ার পথে। সীতাকুন্ড থেকে চট্টগ্রাম আসার পথে কয়েকটি দেশের পতাকা দেখলাম বাড়ির ছাদে,গাছে কিংবা দোকানে ।কতেক পতাকার উপরে বাংলাদেশের পতাকা ছিল আবার কতেকের উপর ছিল না ।

এই যে ভাইয়া/আপু ! আপনাকেই বলছি । আপনিও হয়ত ভাবছেন আপনার পছন্দ দেশের পতাকা কিনবেন।ঐ দেশের সমর্থন প্রকাশ করবেন । কি হবে এতে ভাইয়া / আপু ? ভেবে দেখেছেন কি ?

কিচ্ছু হবে না । আসুন না ঐ টাকা দিয়েই একটা মুখে হাঁসির রেখা ফুটিয়ে তুলি ।কারো মুখে হাঁসি ফুটান সহজ না । কিন্তু আপনি ঐ অল্প টাকা দিয়েই তা করতে পারবেন । তো আর দেরি কেন ? আসুন না একটা ভাল কাজ করে ফেলি ।ভাল কাজ করার মজাই আলাদা ।

সত্যি বলছি । ভাল কাজ করার মজাই আলাদা ।চলুন একটা গল্প শুনি ।এবং নিজেও একটা ভাল কাজ করি । তারপর বুঝবেন ভাল কাজ করার অনুভূতি কেমন ?গল্পে আসি-

১১ এপ্রিল ২০১৪ । বাড়িতে এক চাচার(আমার সাঁতারের শিক্ষক) বিয়ে ছিল ।বিয়ে ছিল ১০ তারিখ । ১১ তারিখ উনাদের খাওয়া ছিল । আমার পরীক্ষার কারণে বিয়েতে যাওয়া হয়নি । ১১ তারিখ গেলাম ।কারণ ১০ তারিখের পরীক্ষার পর লম্বা ছুটি ছিল । ১১ তারিখ যাওয়া শুধুই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্যে । বাড়িতে যায় পৌঁছলাম দুপুর ২টা বাজে । আবার সন্ধ্যা ৬টা বাজে চট্টগ্রাম ফেরত আসলাম ।ঐ দিনের যাত্রাটা ছিল শুভ । এখান থেকে যেতেও তারাতারি বাস ফেলাম । আবার আসার সময় বাড়ি থেকে বের হয়ে একটা সিএনজির আওয়াজ শুনে আমি দৌঁড়ে গেলাম । এবং পেয়েও গেলাম ।সচরাচর এভাবে সিএনজি(লোকাল) এভাবে পাওয়া যায় না । আবার ডিস্ট্রিক্ট বাসও পেয়ে গেলাম সময়মত ।ঐদিন ভাগ্য ভাল ছিল ।না হয় এসব গাড়িতে অন্তত আমাকে সীতাকুন্ড পর্যন্ত দাঁড়ায় আসতে হয় । যাহোক,ঐদিন তা হয়নি ।বসার জন্যে সিটও পেলাম । আসতেছি ভালভাবে ।কুমিরা আসার পর দেখলাম এক মহিলা ৪টা ছোট ছেলে নিয়ে বাসে উঠছে ।জায়গা নেই তাই উনি দাঁড়ায় ছিলেন ।গায়ে ছিল জীর্ণশীর্ণ কাল বোরখা ।রৌদে জ্বলে কাল রঙ আর কালো নেই ।এবং দাঁড়ানো দেখে মনে হল এজ অন্তত ৫০’র উপরে । ড্রেস আপ এবং ছেলেদের কথায় মনে হল বস্তি পাড়ার বাসিন্দা ।যাহোক,উনার দাঁড়িয়ে থাকা আমার চোখে ঠেকছিল । তাই উনাকে জিজ্ঞেস করলাম,আন্টি কোথায় যাবেন?উনি বললেন,শেষ পর্যন্ত ।উনি আমার কিছু সিট আগে ছিল।তাই উনাকে বললাম ওখানে একটা সিট(আমারটা) খালি আছে ।ওখানে বসেন ।আমি বাসের শেষ মাথায় দাঁড়িয়ে রইলাম।আসলে আমার দাঁড়ানোর কষ্টটা কষ্টের মতই লাগেনি ।উল্লেখ্য যে ,আমার সিটের পেছনের সিটে একটা ছেলে(আমার থেকে একটু বড়)বসা ছিল ।আমি তার পাশে দাঁড়ান ।উনি বলল,পেছনের সিটে বসতে পারেন ।ওটা ৬জনের সিট বসছে ৫জন ।আমি তা আগে খেয়াল করিনি । আসলে ওরা(৫জন)একটু স্বাস্থ্যবান ছিল । আমি উনাদেরকে বলে বসার চেষ্টা করলাম ।কিন্তু চেষ্টাটা আমার বৃথা গেল। আসলে কি ?আমার বসার ইচ্ছা ছিল না ।আমি এমনিতে যাওয়া উপভোগ করছিলাম ।তাছাড়াও আমি যদি চেষ্টা করতাম বসতে পারতাম । কিন্তু করিনি ।কারণ আমার বসার পর উনাদের মুখভার হয়ে যাবে । আমার কথা হচ্ছে আমি কষ্ট করি তবুও উনাদের মুখে হাঁসি থাকুক । যাহোক ,মজা এখানে না ।মজা হচ্ছে এখানে ।আমি একটু পর দেখলাম ,ঐ যে ঐ ভাইটা (যে আমাকে বসতে বলছিল)ঐ মহিলার সাথের ছেলেদের একটা কে নিয়ে নিজ কোলে বসাল ।এবং ভাল-মন্দ জিজ্ঞেস করল সাথে কিছু পরামর্শও দিল ।এই যেমন-লেখাপড়া করো,ভাল ব্যবহার করতে শেখ ইত্যাদি ইত্যাদি । যা উনার ড্রেস আপের সাথে চরম বেমানান ছিল ।আসলেই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছিল ।এবং অসাধারণ এক অনুভূতি অনুভব করলাম ।যা ভাষায় ব্যক্ত করা যাবে না ।আমার মনে হল ঐ ভাইটা মহিলার সাথে আমার ব্যবহার থেকে কোন মেসেজ গ্রহণ করছিল(একান্তই আমার উপলব্ধি) ।এবং এতেই আমার ভাললাগা ……………………………………… ।

তাই আসুন-

পতাকাকে না বলি,

দু’টা জামা কিংবা

দু’মুঠো ভাত;

খাই একসাথে,

পথশিশুদের সাথে ।

আসুন না ভাই/বোন একটু হাঁসি যদি, দু’টো ঠোঁটে আমরা অল্পতেই ফুটাতে পারি তবে তা কেন নয় ?

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224849
২২ মে ২০১৪ রাত ১০:৫২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সুন্দর উদ্যোগ নোমান ভাই। স্বাগত আপনাকে এমন সুন্দর একটা উদ্যোগ নেয়ার জন্য।
২৩ মে ২০১৪ দুপুর ১২:৪৪
172176
নোমান২৯ লিখেছেন : ধন্যবাদ ভাইয়া । উতসাহ দেয়ার জন্যি ।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
224859
২২ মে ২০১৪ রাত ১১:১৯
ভিশু লিখেছেন : খুব ভালো লাক্সে...Happy Good Luck
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৫৯
173082
নোমান২৯ লিখেছেন :



আপনার ভাল লাগাতে আমারও ভাল লাগলো ।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
224864
২২ মে ২০১৪ রাত ১১:৩৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০০
173083
নোমান২৯ লিখেছেন : খুশি হলাম ভাল লাগছে জেনে ।
আপনার ভাল লাগাতে আমারও ভাল লাগলো ।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
224868
২২ মে ২০১৪ রাত ১১:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুন্দর বিবেক দারুন বুদ্ধি ধন্যবাদ ভাইয়া
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০১
173085
নোমান২৯ লিখেছেন :


আপনাকে অন্নেক ধন্যবাদ ।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
224903
২৩ মে ২০১৪ রাত ১২:৫৭
আফরা লিখেছেন : ভাল কথা শুনতেও ভাল লাগে পড়তে ভাল লাগে ধন্যবাদ ।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
173086
নোমান২৯ লিখেছেন :




অসংখ্যা ধন্যবাদ আপু ।
Good Luck Good Luck Good Luck Good Luck
224910
২৩ মে ২০১৪ রাত ০২:২৬
প্যারিস থেকে আমি লিখেছেন : আহ হা, আমি দেশে থাকলে হয়তো তাই করতাম আপনি যা আকুতি মিনতি কাকুতি করেছেন। ধন্যবাদ।
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
173087
নোমান২৯ লিখেছেন :





ধন্যবাদ ভাইয়া ।অন্নেক ।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
225142
২৩ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
শাহ আলম বাদশা লিখেছেন : চালিয়ে যান, ভালো লাগছে!
২৫ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
173089
নোমান২৯ লিখেছেন :






ধন্যবাদ ভাইয়া । দোয়া করবেন ।
Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
225452
২৪ মে ২০১৪ দুপুর ০২:১৭
egypt12 লিখেছেন : ভালো উদ্যোগ Rose Rose Rose
২৪ মে ২০১৪ দুপুর ০২:৩৪
172524
নোমান২৯ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Thanks vaiya .
228133
২৯ মে ২০১৪ রাত ১০:০১
আওণ রাহ'বার লিখেছেন : পতাকা দুরে থাক আমি একটি সিংগেল ম্যাচ ও দেখবো না। ইনশাআল্লাহ
৩০ মে ২০১৪ রাত ১২:১১
175019
নোমান২৯ লিখেছেন :






জেনে খুশী হলাম ।
তাহলে ভাইয়া ঐ ৯০ মিনিটে কোন ভাল কাজে ব্যয় করে ফেলুন ।
ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File