না, বাংলাদেশ সেনাবাহিনীকে অন্য কেউ নয় বরং তারা নিজেরা, আওয়ামী লীগ ও ভারত বিতর্কিত করছে।
লিখেছেন লিখেছেন পুস্পিতা ২২ মে, ২০১৪, ১০:১১:৩১ রাত
একটি পোস্টে মন্তব্য করতে গিয়ে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত লিখতে ইচ্ছে হলো। র্যাবের সমালোচনার মাধ্যমে কি আসলে সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে? বাস্তবে কি বিষয়টি সেরকম?
আসলে আওয়ামী লীগের চরম আক্রোশ ছিল সেনাবাহিনীর উপর। কারণ স্বাধীনতার পরপরই দেশটাকে যে পরাধীন করার প্রচেষ্ঠা সম্পন্ন করার দিকে ছিল তা ভন্ডুল করে দিয়েছিল সেনাবাহিনীর ভিতর থাকা সাহসী মুক্তিযোদ্ধা অফিসাররা। সে কারণে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ চরমভাবে বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতো। তারা মনে প্রাণে সেনাবাহিনীকে ঘৃণা করতো। কিন্তু সরাসরি তা বলতে পারতো না। হাজার হোক সেনাবাহিনী তো!
দীর্ঘদিনের পুঞ্জিভূত সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো অর্থাৎ সেনাবাহিনীকে দূর্বল ও বিতর্কিত করার সুযোগ আওয়ামী লীগ পেয়ে গেলো ১/১১ এর মাধ্যমে। সেই সময়ে মইন উ, আওয়ামী লীগ, ভারত মিলে নূতন যে ষড়যন্ত্র শুরু করেছিল তার বাস্তবায়ন জনগণ অচিরেই দেখতে শুরু করলো। ১/১১ এর মাধ্যমে সেনাবাহিনীকে চরম বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত হতে উৎসাহিত করা হলো। ভারতের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ব্যবস্থা করলো। এরপর থেকে শুরু। সেনাবাহিনীকে দূর্বল করার কাজ এবার আওয়ামী লীগ নিজে শুরু করলো। ক্ষমতায় আসার সাথে সাথে বিডিআর-এর কথিত বিদ্রোহের নামে মেধাবী সেনা অফিসারদের হত্যা করা হলো। বিডিআর ভেঙ্গে দিয়ে ভারতের ইচ্ছায় একটি সুশৃংখল বাহিনীকে দারোয়ান বাহিনীতে পরিণত করলো। এরপর ভারতের নির্দেশে তথাকথিত দশট্রাক অস্ত্র মামলার বিচারের নামে সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ অফিসারদের ফাঁসির রায়ের ব্যবস্থা করলো এর মাধ্যমে সেনাবাহিনীকে বিশ্বের সামনে চরম ভাবে অপমানিত করলো, সেনাবাহিনীর অফিসার দ্বারা পরিচালিত র্যাব ও বিজিবিকে চরম বিতর্কিত কর্মকান্ডে উৎসাহিত করলো।
এভাবে ভারত-আওয়ামী লীগ মিলে বর্তমানে সেনাবাহিনীর নৈতিক মান এত নিচে নিয়ে গিয়েছে যা ভাবাই যায়না। বিশেষ করে সিনিয়র অফিসারদের নৈতিকতা। তা না হলে র্যাব কি করে রাজনৈতিক বিরোধীদের হত্যাকান্ডে নেমে যেতে পারে? আশ্চর্য হয়ে যায়, তথাকথিত বিস্ফোরক, অস্ত্র ও জিহাদী বই উদ্ধারের নামে জামায়াত-শিবিরের শীর্ষস্থানীয় নেতাদের গ্রেফতার করে র্যাব মিডিয়ার সামনে পুলিশের মতো নাটক কিভাবে করে?! কি করে নিরীহ রাজনৈতিক কর্মীদের ধরে নিয়ে হত্যা করতে পারে? কি করে র্যাব রাজনৈতিক দলের মিছিলে গুলি করতে পারে? কি করে তাদের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে বিরোধীদের গুলি করতে পারে? এসব কি কোন এলিট বাহিনীর কাজ হতে পারে?
এরপর সেনাবাহিনীর অফিসার দ্বারা পরিচালিত বিজিবি কি হিসাবে দেশের সীমান্তের নিরাপত্তা বাদ দিয়ে জামায়াত-শিবির হত্যায় নেমে পড়ে? প্রতিদিন বিএসএফ এদেশের মানুষকে হত্যা করছে বিজিবি'র সামনেই। বিজিবি কখনো পাল্টা উত্তর দেয়ার সাহস করেনি। অথচ তার কাজই ছিল সীমান্তে নিজ দেশ ও জনগণকে রক্ষা করা। সীমান্তের সেই বিড়াল দেশের ভিতরে নিজ দেশের জনগণকে হত্যায় হয়ে উঠেছে বাঘ! বিজিবি যাদের হত্যা করছে তাদের একমাত্র অপরাধ তারা জামায়াত-শিবির বা বিরোধী রাজনৈতিক দলের কর্মী! এই ধরনের ঘটনা তো ভয়াবহ বিষয়। বিশ্বের উন্নত কোন দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী দেশের ভিতর পাখির মতো মানুষ মারছে তা অকল্পনীয়। সেই কাজটিই করে চলেছে আমাদের বিজিবি ও র্যাব যারা কিনা সেনা অফিসার দ্বারা পরিচালিত। অথচ তারা শপথ নিয়েছে যত বড় উর্ধতন কর্তৃপক্ষই হোক না কেন, অন্যায় কোন আদেশ তারা পালন করবে না।
তাই বর্তমানে যে সমালোচনা হচ্ছে তা বাস্তবে সেনাবাহিনীর নয়, আওয়ামী লীগের। তারাই সেনাবাহিনীর প্রতি যে আক্রোশ আছে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে সেনাবাহিনীকে বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত করানোর মাধ্যমে। আমাদের সেনাবাহিনীও যে কোন কারণেই হোক আওয়ামী লীগ ও ভারতের অবৈধ, অন্যায় আদেশ পালন করে যাচ্ছে তাদের দ্বারা পরিচালিত দুটি বাহিনীর মাধ্যমে। এসব নিয়ে ভাবতে হবে সেনাবাহিনীকেই। এদেশের জনগণের রক্ত পানি করা পয়সায় তাদের চালানো হচ্ছে এদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখানো ও দেশরক্ষার জন্য। ভিন দেশের ষড়যন্ত্রে পড়ে নিজ দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য নয়।
বিষয়: বিবিধ
১৮৮৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিবির মারার জন্য। সেনা বাহিনী স্ট্রাকচার
এমন ভাবে তৈরী করা, ওখান থেকে ধার্মিক লোক কোন দিন তৈরী হবে না। ৭০ দশকে
নাস্তিকরা লোক ঢুকানো শুরু করে। বাকীরা
পরে শুরু করে।
বাংলাদেশ সেনা বাহিনী এখন ভোগবাদে মত্ত ।তাই নয় কি ?
আমাদের গর্বের সেনাবাহিনী এখন ভাড়াটে খুনী বাহিনী।
সেনাবাহিনীকে বাধ্য করা হয়েছে। আর অফিসারদেরকে পরিবর্তন করে আয়ত্তে আনার চেষ্টা হয়েছে। সাধারণ সৈনিকদের মানুষিকতা এখনও মোটামুটি পূর্বের মত,কিন্তু অফিসার আদেশ করলে চাকুরীর জন্যে তো তা করতেই হয়.....এভাবে চলছে
মন্তব্য করতে লগইন করুন