হলুদে হলুদময় হলুদ মিডিয়া!কতটা হলুদ হলে তবে তা বিষাক্ত বলা যায়?

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ১৯ মার্চ, ২০১৪, ০৫:৩০:১৫ বিকাল



গত ১৬/০৩/২০১৪ ইং তারিখে অনলাইন জগতের সবচাইতে বড় হলুদ বিডি নিউজ ২৪ ডট কম একটি নিউজ প্রকাশ করে যার শিরোনাম হচ্ছে,"পাবনায় সরকারদলীয় সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্সের উপস্থিতিতে দুই শতাধিক কর্মীসহ আওয়ামী লীগে যোগদান করেছেন এক ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির।"

সে নিউজের লিঙ্কঃhttp://bangla.bdnews24.com/politics/article758608.bdnews



তার ৩ দিন পরে ভূমি দস্যু বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন আরেক হলুদ পত্রিকা কালের কন্ঠেও ঐ একই নিউজ আরেকটু ঘুরিয়ে ফিরে করেছে।

নিউজ লিঙ্কঃhttp://www.kalerkantho.com/print-edition/news/2014/03/19/63185



এসকল হলুদ মিডিয়ার বিষাক্ততা থেকে বাদ যায়নি নব্য গজিয়ে উঠা হলুদ আলোকিত বাংলাদেশ নামক পত্রিকাটিও!

নিউজ লিঙ্কঃhttp://www.alokitobangladesh.com/last-page/2014/03/17/60034

এরই মাঝে জামায়াতের ২০০ নেতা-কর্মীর একজন উপজেলা নায়েবে আমীরের নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের মত আতকে উঠা খবরে সমগ্র দেশে সাড়া পড়ে যায়!

বহু লোককেই অবাক বিস্ময়ে হতবাক হয়ে বলতে শোনা যায় জামায়াতের লোকেরা যে জায়াগায় বন্দুকের নলের মুখেও আওয়ামী লীগতো দূরের কথা দল ত্যাগই করে না সেখানে উপজেলা নির্বাচনে অবিস্মরনীয় উত্থানের পরে কেন এ কাজ করবে???

ছোটবেলায় খুবই জনপ্রিয় একটি প্রবাদ শুনতাম,এই যে ভায়া কাঁচের ঘরে বসে অন্যকে ঢিল ছুঁড়ো না!

সে প্রবাদ বাক্যের মতই আজ অল্প একটু অনুসন্ধানেই বেরিয়ে গেল বস্তার ভিতর লুকিয়ে থাকা কালো বিড়াল!

যে লোককে মাওলানা আব্দুর রাজ্জাক,পাবনার আতাইকুলা উপজেলার নায়েবে আমীর সাজিয়ে আওয়ামী লীগে ২০০ নেতা-কর্মী সহ যোগদানও করিয়ে ফেলেছে সেই রাজ্জাক সাহেব না মাওলানা না জামায়াতের নায়েবে আমীর,তিনি একজন মুরগীর ব্যাপারী!

আর তার চাইতেও বড় ব্যাপার হল ঐ মুরগীর ব্যাপারীও আওয়ামী লীগে যোগদান করেনি,তিনি এমপির কাছে গিয়েছিলেন তার বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়ার জন্য আবেদন করতে!

যার বিস্তারিত বেরিয়ে এসেছে দৈনিক সংগ্রামের অনুসন্ধানে।নিউজ লিঙ্কঃhttp://www.dailysangram.com/news_details.php?news_id=141324



আমাদের দেশের এ সকল হলুদ মিডিয়ার কোন লাজ-লজ্জা আজ আর আছে বলে মনে হয় না!একের পর এক মিথ্যা নিউজ করে করে এরা জনসাধারনের মন আজ বিষিয়ে তুলেছে!এদের সার্বক্ষণিক কাজ যেন শুধু একটি আর তা হচ্ছে জামায়াত-শিবিরকে নিয়ে নেগেটিভ নিউজ করা যা অবশ্যই কালারের দিক থেকে হলুদ হবে!

তাই এখন একটাই জিজ্ঞাসা মনে ঘুরে ফেরে বারবার,আর কত হলুদ হজম করলে পরে তা বিষাক্ত হবে আর স্বাস্থ্য রক্ষার্থে তখন তা নিষিদ্ধ হবে!



বিষয়: বিবিধ

৩০৯৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194794
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৩
সিটিজি৪বিডি লিখেছেন : বাআল এক কি না করতে পারে............
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৯
145318
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ!
বাল আসলে সবই করতে পারে,তবে যা করে সবই হলুদ রং এ রাঙ্গিয়ে করে!Happy
194798
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কিন্তু দাড়ির স্টাইল দেখে তো মনে হচ্ছে পাক্কা জামাতি। আপনারা আবার হলুদে যোগ দিলেন কিনা সন্দেহ ঠেকতিছে।
১৯ মার্চ ২০১৪ রাত ১১:৫৯
145385
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ!
সন্দেহ নিরসনে পাবনার আতাইকুলা উপজেলায় একবার খবর নিয়ে দেখতে পারেন,কিংবা নিজেই যেয়ে একবার ঘুরে আসতে পারেন! এর বাইরে আর কিইবা বলার আছে আমাদের যদি বিশ্বাস না রাখতে পারেন!Crying Crying
194804
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
নীল জোছনা লিখেছেন : আজকাল এত মিডিয়া হয়েছে যে সত্য নিউজ বেশী না থাকায় বানিয়ে বানিয়ে নিউজ তৈরি করা শুরু করছে।
২০ মার্চ ২০১৪ রাত ১২:৩৪
145388
কাজি সাকিব লিখেছেন : ধন্যবাদ!
একেবারে সঠিক কথা বলেছেন।বিডি নিউজ আর কালের কন্ঠের মত মিডিয়াগুলো এসকল নিউজ করেই আলোচনা কিংবা সমালোচনা যেভাবেই হোক লাইমলাইটে আসার একটি অপচেষ্টার মাধ্যমে।
194832
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : তাই এখন একটাই জিজ্ঞাসা মনে ঘুরে ফেরে বারবার,আর কত হলুদ হজম করলে পরে তা বিষাক্ত হবে আর স্বাস্থ্য রক্ষার্থে তখন তা নিষিদ্ধ হবে!
২০ মার্চ ২০১৪ রাত ০২:০৫
145410
কাজি সাকিব লিখেছেন : Applause Applause
ধন্যবাদ!
194838
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০২
আবু আশফাক লিখেছেন : এদেরকে হলুদ বলাও হলুদের বদনাম করা।
২০ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৩
145529
কাজি সাকিব লিখেছেন : Applause
195138
২০ মার্চ ২০১৪ দুপুর ১২:৪২
কাজি সাকিব লিখেছেন : Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File