অভিনেত্রী কুসুম সিকদারের সাথে আমরা কি কথা বলব?
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ১৯ মার্চ, ২০১৪, ০৫:৩৫:১২ বিকাল
এবার পেয়ে যান সুবর্ণ সুযোগ আপানর প্রিয় বাংলাদেশী অভিনেত্রী কুসুম সিকদারের সাথে কথা বলার। এই ২০ এ মার্চ ঠিক সন্ধ্যা ৬.০০ থেকে মাত্র ৩ দিরহাম (৬৫ টাকা) মূল্য। রেজিষ্টেশন এর জন্য কল করুন ০৫৫৫৬৭৮১৫৭ শর্তাবলীর জন্য ভিজিট করুন। http://www.du.ae/talktothestar)
============================
কয়েক দিন ধরে মোবাইল কোম্পানী থেকে আমার মোবাইলে এই এসএমএস আসতেছে। হয়ত দশ লক্ষ প্রবাসী বাংলাদেশীদের মোবাইলেও এই এসএমএস আসতে পারে। কুসুম সিকদারের প্রবাসী ভক্তরা মাত্র তিন দিরহামের বিনিময়ে কথা বলতে পারবে। তাদের খুশীর সীমা নাই। কথা হচ্ছে কয়জন কথা বলতে পারবে? কুসুম সিকদারের সাথে কি কথা বলবে? আমি তো ভেবে কুল কিনারা পাচ্ছি না।
কুসুম সিকদারের সাথে কাল্পনিক ফোনালাপঃ
বল্টুঃ হ্যালো..হ্যালো....কুসুম আপা..আমি বল্টু। সারজায় থাকি। আপনার নাটক আমার খুব ভাল লাগে।
কুসুম সিকদারঃ আমার নাটক আরো দেখবেন ভাল লাগবে।
মিন্টুঃ হ্যালো..কুসুম আপা...আমি মিন্টু। বল্টুর বন্ধু। দুইজন একরুমে বসে আপনার নাচ দেখি। আপা, আপনার নাচ না আমার খুব ভাল লাগে। নাটকও ভাল লাগে।
কুসুম সিকদারঃ আপনাদেরকে আনন্দ দেবার জন্যই তো নাচিরে ভাই।
নান্টুঃ হ্যালো....কুসুম আপা..আমি দুবাই থেকে বলছি। আপনি কি বিয়ে করেছেন? আপনার বাড়ী কোথায়? আপনারা কয় ভাই-বোন?
কুসুম সিকদারঃ নারে ভাই এখনো করিনি। নাটক-সিনেমা-নাচ নিয়ে এখনো ব্যস্ত আছি বলে বিয়েটা আপাতত করছি না।
মোল্লাঃ আসসালামু আলাইকুম। আমি আবুধাবী থেকে বলছি। আচ্ছা খোলামেলা পোশাক পরে অভিনয় করতে লজ্জা লাগে না?
কুসুম সিকদারঃ ভাই আমরা শিল্পী। খোলামেলা পোশাক না পরলে আমাদের সিনেমা কেউ দেখবে না। তাছাড়া পরিচালকরা যা বলে তাই করতে হয়। ওদের কথা না মানলে উপরে উঠা যাবে না।
(একজন অভিনেত্রীর সাথে এই ছাড়া আর কিই বা কথা হতে পারে)
অভিনেত্রীর সাথে কথা বলার সুযোগ করে দেবার নাম করে মোবাইল কোম্পানী অনেক টাকা হাতিয়ে নিবে। এই প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেকে টাকা নষ্ট করবে। তাদেরকে বলতে চাই...ভাইরে কুসুম সিকদারের সাথে কথা বলার চেষ্টা না করে ঐ টাকা দিয়ে বাসায় প্রিয়জনদের সাথে কথা বলুন।
বিষয়: বিবিধ
২২৫০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন