মু’মিনদেরকে নিদারুণ পরীক্ষা করা হলো এবং ভীষণভাবে নাড়িয়ে দেয়া হলো ৷

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৯ মার্চ, ২০১৪, ০৫:৫৩:৪৪ বিকাল

১০) যখন তারা ওপর ও নিচে থেকে তোমাদের ওপর চড়াও হলো, যখন ভয়ে চোখ বিস্ফারিত হয়ে গিয়েছিল, প্রাণ হয়ে পড়েছিল ওষ্ঠাগত এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা প্রকার ধারণা পোষণ করতে শুরু করেছিলে

১১) তখন মু’মিনদেরকে নিদারুণ পরীক্ষা করা হলো এবং ভীষণভাবে নাড়িয়ে দেয়া হলো৷(আহযাব-১০,১১)

(১৬)হে নবী! তাদেরকে বলো, যদি তোমরা মৃত্যু বা হত্যা থেকে পলায়ন করো, তাহলে এ পলায়নে তোমাদের কোনো লাভ হবে না৷ এরপর জীবন উপভোগ করার সামান্য সুযোগই তোমরা পাবে ।

অর্থাৎ এভাবে পলায়ন করার ফলে তোমাদের আয়ু বেড়ে যাবে না। এর ফলে কখনোই তোমরা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে এবং সারা দুনিয়া জাহানের ধন-দৌলত হস্তগত করতে পারবে না। পালিয়ে বাঁচলে বড় জোর কয়েক বছরই বাঁচবে এবং তোমাদের জন্য যতটুকু নির্ধারিত হয়ে আছে ততটুকুই জীবনের আয়েশ-আরাম ভোগ করতে পারবে।

১৭) তাদেরকে বলো, কে তোমাদের রক্ষা করতে পারে আল্লাহর হাত থেকে যদি তিনি তোমাদের ক্ষতি করতে চান ? আর কে তাঁর রহমতকে ঠেকিয়ে রাখতে পারে যদি তিনি চান তোমাদের প্রতি মেহেরবাণী করতে ? আল্লাহর মুকাবিলায় তো তারা কোনো পৃষ্ঠপোষক ও সাহায্যকারী লাভ করতে পারে না৷ (আহযাব-১৬,১৭)

বিষয়: বিবিধ

৯৮৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194826
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
194868
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
194887
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৭
194888
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৭
194889
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৭
194890
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৮
194893
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৮
195012
২০ মার্চ ২০১৪ রাত ০১:২৯
মাটিরলাঠি লিখেছেন : আল্লাহ্‌ আপনাকে উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের ক্ষমা করুন। আ-মী-ন।
২৮ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৪
149055
আবদুল কাদের হেলাল লিখেছেন : আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File