হাফেজ ইব্রাহীমের ফাঁসি কার্যকর হতে পারে

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৯ মার্চ, ২০১৪, ০৫:২২:০৯ বিকাল

যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীরা বাতিল ও তাগুতি শক্তির রোষানলে পড়ে পবিত্র কুরআনের বিধান প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। অহরহ জীবন দিচ্ছে শাসক শ্রেণীও মুনাফিক মুসলমান হওয়ার কারণে কাফের মুশরিকদের হয়েই কাজ করছে ।

মিশরের ইসলামী আন্দোলনের এক ভাই তার ফাসি হতে যাচ্ছে ইসলামী আন্দোলন করার কারণে । এটাইতো মুসলমানের কাজ । ইসলামী আন্দোলন ফরজ সকল মুসলমান ভাইকে করা উচিত কিন্তু আমরা যেন সব ভাগ হয়ে গেছি ।

এই ভায়ের জন্য দোয়া করতে হবে যেন মহান আল্লাহ এই ভাইকে শহীদ হিসাবে কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।



ইসলামী আন্দোলন করার জন্যে আজ

হাফেজ ইব্রাহীমের ফাঁসি কার্যকর হতে পারে,

মিশরে সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসি'র সমর্থক হওয়ায়

এবং ইসলামের পথে মানুষকে আহবান করা

আর মসজিদ গুলোতে দ্বীনের দাওয়াত সহ

হিফজুল কোরআন শিক্ষা দিতেন বলে

মিশরের জালিম সরকার জেনারেল সিসি আজ

হাফেজ ইব্রাহীম কে ফাঁসি দিতে পারেন।

তার অপরাধ একটাই তিনি বাতিলের বিরুদ্ধে ছিলেন

এবং সত্যের পথে মানুষকে আহবান করা।

হে আল্লাহ

তুমি ইসলামী আন্দোলনের ভাই-বোনদের

কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করো,

আমীন,‪#‎আমীন‬,আমীন.........

বিষয়: বিবিধ

৯৭২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194800
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সে যদি সত্যের পথে থাকে তাহলে তাকে যেন আল্লাহ বেহেমত নসিব করে আর যদি মিথ্যার পথে থাকে তাহলে ফাঁসি দেয়া ঠিকই আছে।
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
145249
আমি মুসাফির লিখেছেন : আপনার কি সন্দেহ আছে ?
ধন্যবাদ।
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
145261
বেআক্কেল লিখেছেন : আমনের সন্দেহ হইল কোন আক্কেলে! বে আক্কেল তো আমিই আছিলাম আমনেও বুঝি যোগ হইবার চাহেন?
194819
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
বেআক্কেল লিখেছেন : আল্লাহ তাকে জান্নাতের অধিবাসী করুন।
২০ মার্চ ২০১৪ সকাল ১১:০৭
145505
আমি মুসাফির লিখেছেন : আমীন! আমীন আমীন!!!

ধন্যবাদ।
194820
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
নীল জোছনা লিখেছেন : হে আল্লাহ
তুমি ইসলামী আন্দোলনের ভাই-বোনদের
কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করো,
২০ মার্চ ২০১৪ সকাল ১১:১০
145507
আমি মুসাফির লিখেছেন : আপনার দোয়া যেন মহান আল্লাহ কবুল করেন। আমীন
194834
১৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : হে আল্লাহ তুমি ইসলামী আন্দোলনের ভাই-বোনদের কাফেরদের অত্যাচার থেকে রক্ষা করো,
২০ মার্চ ২০১৪ সকাল ১১:১১
145508
আমি মুসাফির লিখেছেন : আপনার দোয়া যেন মহান আল্লাহ কবুল করেন। আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File