সমালোচনা
লিখেছেন লিখেছেন রুহািন ০৪ জানুয়ারি, ২০১৪, ১২:১৪:২১ দুপুর
সমালোচনা শব্দটি আজ বড় ভিতি ও মন কষ্টের বিষয়ে পরিনত হয়েছে। অথচ এটি মানব জীবন ও সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় একটি বিষয়। তবে এ জন্য শর্ত হলো সমালোচনার সঠিক প্রয়োগ। অন্যথায় এর বীপরিত ফল প্রতিযোগিতার ভিত্তিতে চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং সমগ্র সমাজকে সমুদ্রের স্রোতের ন্যায় প্লাবিত করবে।এ সমালোচনার সঠিক প্রয়োগ যেখানে যতটুকু আছে সেখানে ততটুকুই গণতান্ত্রিক পরিবেশ আছে ও মানুষের বাক স্বাধীনতা আছে। বর্তমান বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকালে এর বাস্তব চিত্র অনেকটাই চোখে পড়ে। আজ আমরা কী দেখছি অপজিশনের হাজারো গুণ-গরিমা থাকলেও তার কোন মূল্যায়ন হয়না বরং যথাযথ চাতুরতার সাথে তার অপব্যখ্যা করা হয়। অপর পক্ষের অবস্থাও ঠিক তেমনি। অর্থাৎ প্রত্যেকটি অপজিশন তার অপজিশনকে সর্ব শক্তি নিয়োগ করে ঘায়েল করার চেষ্টা করে। আর ভবিষ্যৎ প্রজন্ম যখন সমাজের মুরুব্বিদের কাছ থেকে এ ধরণের আচরণ দেখে অভ্যস্ত হয়ে পড়ে তখন তাদের কাছ থেকে কখনও কি ভাল কিছু আমা করা যায়? বরং তাদের কাছে ভাল কিছু পাওয়ার আশা করা হবে লেবু গাছ লাগিয়ে তার নিকট মিষ্টি আম বা অন্য কিছু আশা করা। এ ভয়াবহ অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রতিটি বিবেকবান-সচেতন মানুষের উচিৎ হবে যার যার অবস্থান থেকে এ সমাজকে ভাঙনের হাত থেকে গড়ার দিকে অগ্রসর হওয়া। কোন পক্ষেরই উলঙ্গ সমালোচনা না করে প্রত্যেকের মধ্যকার ভাল গুনগুরোর সমাদর করে মন্দের অপসারণে সম্মিলিত প্রয়াস চালানো। তবে আপাতঃ সমস্যা সমাধানের প্রচেষ্টার পাশাপাশি এ অবস্থার স্থায়ী সমাধানে সমাজ বিজ্ঞানী, বুদ্ধিজীবি, রাজনীতিবীদ, সুশীল সমাজ, চিকিৎসক, শিল্পী সাহিত্যিক, সাংবাদিক সহ সবার আন্তরিক প্রয়াস খুবই গুরুত্বপূর্ণ।
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন