মায়ের গান

লিখেছেন লিখেছেন রুহািন ০২ জানুয়ারি, ২০১৪, ০৯:৫১:৪৮ সকাল

ছেড়া কাপড় আর ক্ষুধার জ্বালা তোমার নিত্য সাথী ছিল মা।

প্রতিটি সকাল সাঝে আমাকে বুকে নিয়ে সয়েছ সকল বেদনা।

আজ আমি বড় হয়েও তোমার জন্য কিছুই করতে পারিনি মা।

তবুও তুমি একটি বারও কোন অভিমান করনা।

আমি তোমায় ছেড়ে মাগো রিযিকের সন্ধানে আজ বহুদূরে।

পথ চেয়ে থাক তুমি কখন ফিরব আমি তোমার কুড়ে ঘরে।

দিন যায় রাত যায় কখনও বছর হয় তবু ফেরা হয়না মা।

তবুও তুমি একটি বারও কোন অভিমান করনা।

কখনও এলে বাড়ি কর তুমি তাড়াতাড়ি আমার কত আয়োজন।

সব বেদনা ভুলে খানা দাও মুখে তুলে কর তুমি কত যে যতন।

একটি বারের মতও তোমার খাওয়ার খবর দাওনি নিতে মা।

তবুও তুমি একটি বারও কোন অভিমান করনা।

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File