খোদা প্রেমের গান
লিখেছেন লিখেছেন রুহািন ৩১ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫১:৫৬ বিকাল
আল-কুরআনরে শিক্ষা নিয়ে তোমার রঙটি ধারণ করে
জীবন গড়ার স্বপ্ন আমার পূরণ কর প্রভু।
আমি বিদায় বেলায় তোমায় যেন ভুলে না যাই কভু।।
তুমি ছাড়া নাই কেহ নাই এই ভব সংসারে,
তাই দিবা যামি দু'হাত তুলি তোমারই দরবারে।
তুমি ক্ষমা যদি না কর মোরে বল ডাকব কাকে প্রভু।।
মাওলা তুমি কবুল কর জান্নাতের বাগানে,
তোমার দিদার নসিব কর আমি দেখব দু'নয়নে।
তুমি শেষ বিচারে দয়া করে পার কর আমাকে প্রভু।।
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন