পরিবারের সম্মান রক্ষার্থে খুন

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ৩০ মে, ২০১৪, ১২:৫৯:৪৮ রাত

পাকিস্তান এমনিতেই মাথা গরম জাতি বলেই আমার মনে হয় ।হুট হাট করে একটা কিছু করে ফেলবে আর পরে পস্তাবে । কদিন আগেই এক মেয়েকে তার বাবা-ভাইরা মিলে মেরে ফেললো । এটা তাদের পরিবারের সম্মান রক্ষার্থে । এত সম্মান? খুন করে আরো সম্মানিত । পাগল ধর্ম পরায়নদের বড্ড বেশি ভয় লাগে । উল্টাপাল্টা কাজ করে ভালো কাজ মনে করবে ।

বিষয়: বিবিধ

৮৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228190
৩০ মে ২০১৪ রাত ০১:১১
ইমরান বিন আনোয়ার লিখেছেন : আপনার লেখাতে আমার কোনো দ্বিমত নেই। শুধু একটা ব্যপার দৃষ্টিকটু মনে হয়েছে। মহিলাদের মত ভাল কোনো কথাতেও অন্যকে খুঁচানোর বাজে অভ্যাস প্রদর্শন করেছেন আপনি। 'পাগল ধর্মপরায়ন'দের নিয়ে কোনো মন্তব্য করা উচিৎ হয়নি আপনার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File