পরিবারের সম্মান রক্ষার্থে খুন
লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ৩০ মে, ২০১৪, ১২:৫৯:৪৮ রাত
পাকিস্তান এমনিতেই মাথা গরম জাতি বলেই আমার মনে হয় ।হুট হাট করে একটা কিছু করে ফেলবে আর পরে পস্তাবে । কদিন আগেই এক মেয়েকে তার বাবা-ভাইরা মিলে মেরে ফেললো । এটা তাদের পরিবারের সম্মান রক্ষার্থে । এত সম্মান? খুন করে আরো সম্মানিত । পাগল ধর্ম পরায়নদের বড্ড বেশি ভয় লাগে । উল্টাপাল্টা কাজ করে ভালো কাজ মনে করবে ।
বিষয়: বিবিধ
৮৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন