পৃথিবীর সবচেয়ে আধুনিক ও বিজ্ঞানময় সত্য ধর্ম ইসলাম?

লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ৩০ মে, ২০১৪, ১২:৩৭:৪৫ রাত

"আনাছ (রা) মালেক ইবনে সা’সাআ’হ (রা) হইতে বর্ণনা করিয়াছেন, "নবী ছাল্লাল্লাহু আলাইহি অসাল্লামকে যেই রাত্রে আল্লাহ তাআলা পরিভ্রমণে নিয়া গিয়াছিলেন সেই রাত্রের ঘটনা বর্ণনায় ছাহাবীগণের সম্মুখে তিনি বলিয়াছেন, যখন আমি কা’বা গৃহে উন্মুক্ত অংশ হাতীমে (উপণীত হইলাম এবং তখনও আমি ভাঙ্গা ঘুমে ভারাক্রান্ত) ঊর্ধ্বমুখী শায়িত ছিলাম, হঠাৎ এক আগন্তক (জিব্রাঈল ফেরেশতা) আমার নিকট আসিলেন (এবং আমাকে নিকটবতী/ জমজম কূপের সন্নিকটে নিয়া আসিলেন)। অত:পর আমার বক্ষে ঊধর্ব র্সীমা হইতে পেটের নিম্ন সীমা পর্যন্ত চিরিয়া ফেলিলেন এবং আমার হদয় বা কল্বটাকে বাহির করিলেন। অত:পর একটি স্বর্ণপাত্র উপস্থিত করা হইল, যাহা ঈমান (পরিপক্ব সত্যিকার জ্ঞান বর্ধক) বস্তুতে পরিপূর্ণ ছিল । আমার কল্বটাকে (জমজমের পানিতে) ধৌত করিয়া তাহার ভিতরে ঐ বস্তু ভরিয়া দেওয়া হইল এবং কল্বটাকে নির্ধারিত স্থানে রাখিয়া আমার বক্ষকে ঠিকঠাক করিয়া দেওয়া হইল। অতঃপর..." অতঃপর বোরাকের কাহিনী এবং সেটা চড়ে মেরাজে যাওয়ার ঘটনা।"

খচ্চর আকৃতির পাখাওলা মহাশুন্যযান।

"হাসান (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আমি হাজরে আসওয়াদের কাছে ঘুমিয়ে ছিলাম। সহসা জিবরীল এলেন। তিনি আমাকে চিমটি কাটলেন। আমি উঠে বসলাম কিন্তু কোন কিছু না দেখে আবার শুয়ে পড়লাম। তিনি আবার এসে আমাকে চিমটি কাটলেন। আমি আবার উঠে বসলাম এবং কিছু না দেখে আবার শুয়ে পড়লাম। তিনি তৃতীয়বার এলেন এবং পুনরায় চিমটি কাটলেন। এবারে আমি উঠে বসতেই তিনি আমার বাহু ধরে টান দিলেন। সেখানে আমি একটা সাদা বর্ণের জন্তু দেখতে পেলাম। তা ছিল খচ্চর ও গাধার মাঝামাঝি আকৃতির। তার দুই উরুতে দুটি পাখা। পাখার সাহায্যে সে পা সঞ্চালন করে। আর হাত দুটিকে সে দৃষ্টির শেষ সীমায় দিয়ে রাখে। তিনি আমাকে ঐ জন্তুটির ওপর সওয়ার করালেন। অতঃপর আমাকে নিয়ে রওনা দিলেন। দুজনের কেউ কাউকে হারিয়ে না ফেলি, এতটা পাশাপাশি আমরা চলতে লাগলাম।” হাসান (রা) তার বর্ণনায় বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন।আর তাঁর সাথে জিবরীলও চলতে লাগলেন। বাইতুল মাকদিস গিয়ে তাঁরা যাত্রাবিরতি করলেন।"

বিষয়: বিবিধ

১৮২৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228192
৩০ মে ২০১৪ রাত ০১:২৪
শুভ্র আহমেদ লিখেছেন : এগুলো যে ভুল এর কোনো প্রমান আছে?
৩০ মে ২০১৪ রাত ০১:৪২
175031
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : ভুল হবে কেন? এগুলো সর্বাধুনিক গ্রন্থ কোরান-হাদীসের বয়ান।
228193
৩০ মে ২০১৪ রাত ০১:২৭
ইমরান বিন আনোয়ার লিখেছেন : তোমার এই পোস্টে কোনো 'দূরভিসন্ধিমূলক' কথা না পেয়ে যথেষ্ট অবাক হয়েছি! (সতিই কি নেই?) অপেক্ষায় আছি, ইসলামকে অবমাননা করার যে 'কাম বাসনা' মনে সবসময় লালন কর, সেটা আবার কিভাবে প্রকাশ পায় তা দেখব বলে। সাথে 'যেমন কুকুর তেমন মুগুর' সূত্রটাও মনে মনে ঝালাই করে নিচ্ছি। "HAVE AN OVER GAYING"
৩০ মে ২০১৪ রাত ০১:৩৯
175030
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বিজ্ঞানময়! চিমটি কাটাকাটি খেলা করবেন আপনারা, আর তা বল্লেই দোষ?


সহসা জিবরীল এলেন। তিনি আমাকে চিমটি কাটলেন। আমি উঠে বসলাম কিন্তু কোন কিছু না দেখে আবার শুয়ে পড়লাম। তিনি আবার এসে আমাকে চিমটি কাটলেন। আমি আবার উঠে বসলাম এবং কিছু না দেখে আবার শুয়ে পড়লাম। তিনি তৃতীয়বার এলেন এবং পুনরায় চিমটি কাটলেন।
228224
৩০ মে ২০১৪ সকাল ০৮:০৬
ইমরান বিন আনোয়ার লিখেছেন : খুব সরল একটা প্রবাদ বলিঃ "যারে দখতে না-রি, তার চলন বাঁকা।" আর একটা অলঙ্ঘনীয় গ্রাম্য প্রবাদ হল, " যার সাথে যার ভাব তার পুটকি দেখলেও লাভ।" তোমাদের মহাজ্ঞানী মাগীর পোলারা হাগা-মুতা করলে সেটা তোমার মত বিলাইর' হাগুদের কাছে বিজ্ঞান মনে হয়। আর আমাদের ইসলাম তার সবটুকু সৌন্দর্য নিয়ে তোমাদের গান্ধা অন্তরকে পবিত্র করতে চাইলেও সেটা হয়ে যায় বর্বরতা, অবিজ্ঞান! ইসলাম আমাকে নির্দেশ দিয়েছে-'কাউকে গালি দিয়োনা।' আমি কোনো মানুষের বাচ্চাকে গালি দিইনা। দিবওনা। তবে তোমার মত রাস্তার কুকুরদের জন্য আমার গালাগালির 'উষ্টা' সবসময় জারি থাকবে। পৃথিবীতে একমাত্র ইসলাম ধর্মই কি তোমাকে পুং মারে?
৩১ মে ২০১৪ রাত ০৩:০২
175226
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : নাবালিকা মর্দন, যুদ্ধবন্ধি নারী ধর্ষন,পরনারীর প্রতি কুনজর, মুতাবিয়ে(পতিতা বৃত্তি)'র প্রচলন থেকে শুরু করে এমন হেন কাজ নেই যা আপনার নবী করেন্নি। আর এজন্যই পৃথিবীর সকল প্রান্তে সাধারন মানুষ নবী মোহাম্মদকে নিয়ে হাস্য বিদ্রুপ, তুচ্ছ তাচ্ছিল্য করে। এতে মোহাম্মদপূজারী মুমিনদের নবী-অনুভুতি এখন ক্ষতবিক্ষত। আর আপনি ক্ষতবিক্ষত গোমূর্খ মুমিনদের একজন, যার বহিঃপ্রকাশ আপনার গালিগালাজ। কিন্তু যত গালাগালি করেন্না কেন, আপনার অসৎ নবীকে একটুও ছাড় দেয়া হবে না। ধন্যবাদ।
228239
৩০ মে ২০১৪ সকাল ০৯:২২
রক্তলাল লিখেছেন : নাস্তিকেরা থাকবে না। কিন্তু, থাকবে ইসলাম।

তাই এসব তাসলিমা আর এই পাগলি এদেরকে আমি খুব গুরুত্ব দেইনা।
৩১ মে ২০১৪ রাত ০৩:০৩
175231
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : ইসলাম কোথায় থাকবে? শিয়ালের গর্তে???
৩১ মে ২০১৪ সকাল ০৬:০২
175236
রক্তলাল লিখেছেন : যদি নিজে শিয়ালের গর্তে থাকেন তাহলে ঐ জায়গা ছাড়া অন্য কোথাও দেখার ত স্কোপ ই নেই।

নিজের ছোট্ট পরিধীর বৃত্তে ঘুরপাক খাওয়া মিযেরেবল বলয় থেকে বেরিয়ে আসতে পারলে দেখা যাবে।

অবশ্য এজন্য মস্তিকের কার্যকারিতার উন্নত বিকাশ ও একটা prerequisite হিসাবে প্রতিবন্ধক হতে পারে শিয়ালের গর্তসম পৃথিবী হতে বের হতে।
৩১ মে ২০১৪ সকাল ০৭:৫০
175240
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : আমার তো জানি হেরা পর্বতের শিয়ালের গর্ত থেকে মোহাম্মদ আল্লাকে টেনে তুলেছেন, নয় কি?




৩১ মে ২০১৪ সকাল ০৯:১৯
175254
রক্তলাল লিখেছেন : নুআর আপনি এসেছেন বানর শ্রেনীর শুক্রাণু থেকে
৩১ মে ২০১৪ সকাল ০৯:২০
175256
রক্তলাল লিখেছেন : আর আপনি এসেছেন বানর শ্রেনীর শুক্রাণু থেকে
228536
৩১ মে ২০১৪ রাত ০২:০৭
শুভ্র আহমেদ লিখেছেন :
"O, man, the sun who
is most attractive, takes
round of the earth, on his
golden
chariot through
the sky and removes the
darkness of the earth"
(Yajur Ved 33/43)
অর্থঃ
হে মানব, আকর্ষনীয় সূর্য
সোনার রথের উপর
চড়ে পৃথিবীকে প্রদক্ষিন
করছে এবং পৃথিবীর অন্ধকার দূর
করছে।
বেদ
বলছে আকাশের পিলার
আছে এবং তা গরুর উপর রয়েছে



আধুনিক বিজ্ঞানের ভিত্ত।
৩১ মে ২০১৪ রাত ০৩:২৫
175233
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : তো, আপনি ইসলাম ধর্মের একটি হাস্যকর এবং নিরেট অবৈজ্ঞানি বিষয়কে জায়েজ প্রমান করার জন্য হিন্দু ধর্মের অনুরুপ একটি হাস্যকর অবৈজ্ঞানিক বিষয়কে টেনে এনেছেন!! এতে ইসলাম ধর্মের অসারতা আরো প্রকট ভাবে ধরা পরে। নয় কি?
228930
০১ জুন ২০১৪ সকাল ১১:৩৮
শুভ্র আহমেদ লিখেছেন : ১.পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান সকল
রেফারেন্স ফ্রেমে পদার্থ বিজ্ঞানের
যে কোন সূত্র একই রকম সমীকরণ দ্বারা প্রকাশ
করা যায়।

২. শূণ্যস্থানে বা বায়ু মাধ্যমে আলোর বেগ ধ্রুব
এবং এ বেগ আলোর উৎস ও পর্যবেক্ষকের
আপেক্ষিক বেগের ওপর নির্ভরশীল না ।
এবং কোন বস্তু থেকে বিকিরিত
আলো আমাদের চোখে এসে পৌছালেই
আমরা তাকে দেখতে পারি ।

যেমন
সূর্যকে প্রকৃতপক্ষে ৮ মিনিট
পরে দেখি আমরা ।


** প্রথম কথা হলো মিরাজ মহান-নবী মুহাম্মাদ
সা এর জন্য একটি মিরাকল বা মু'জেজা ।
মিরাকল এমনই ফ্যাক্ট যার মানেই
হচ্ছে মানবীয় ব্যাখ্যা দিয়ে তাকে আয়ত্ব
করা সম্ভব না । যদি মিরাকল কে মানুষ বুঝেই
ফেলে তবে সেটা আর মিরাকল থাকেনা ।


মিরাজের রাত্রিতে কি হয়েছিলো :


১. সুরা বণী ইসরাইলের প্রথম আয়াত, তিনি সেই
পরম-পবিত্র মহিমাময় সত্ত্বা যিনি তার স্বীয়
বান্দাহ কে এক রাতে ভ্রমণ করিয়েছেন
মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ।
যার পরিবেশকে করেছেন তিনি বরকতময় । যেন
তাকে নিজের কিছু কুদরত দেখান । নিশ্চয় ই
তিনি সবকিছুর শ্রোতা ও দ্রষ্টা ।


'
২. সুরা নাজ্ ম এর ১৩-১৮ আয়াত, ...পুনরায় আর
একবার সে তাকে (জিবরাঈল্) সিদরাতুল
মুনতাহার নিকটে দেখেছে । যার সন্নিকটেই
জান্নাতুল মাওয়া অবস্থিত । সে সময়
সিদরাকে আচ্ছাদিত করছিলো এক
আচ্ছাদনকারী জিনিস । দৃষ্টিঝলসেও
যায়নি কিংবা সীমা অতিক্রমও করেনি ।
সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ দেখেছে ।


-৬২২ খৃষ্টাব্দের ২৭ রজব মধ্যরাতে জিবরাঈল আ:
মুহাম্মদ সা এর কাছে এলেন "বুরাক" নামের
বাহন নিয়ে । বুরাক শব্দটির অর্থ বিদ্যুৎ
বা ইলেকট্রিসিটি শব্দের সাথে সম্পর্কিত ...

- রাসুল সাHappy এসময় ঘুমিয়ে ছিলেন । জিবরাঈল আ
তাকে ঘুম থেকে জাগিয়ে আল্লাহর
ম্যাসেজ পৌছে দিলেন । এ সময় রাসুলুল্লাহ
সাHappy এর বক্ষ পুনরায় বিদীর্ণ করে জমজমের
পানি দিয়ে ধোয়া হয় । হাদীসের
বর্ণনা অনুযায়ী রাসুলের বক্ষ
(অন্তর) প্রজ্ঞা এবং আলো
[ইংরেজীতে wisdom ও splendour (special light
"Noor") ]

দিয়ে পূর্ণ করে দেয়া হয়!! রাসুল
সা এরপর হাউজে কাউসর এর পানি তে গোসল
করেন !

-মিরাজের যাত্রার দুটি অংশ ছিলো ।
প্রথমটি আনুভূমিক দ্বিতীয়টি উলম্ব । প্রথম
অংশটিকে ইসরা বলা হয় । এ সময়ের
ভ্রমণটি ছিলো বায়তুল্লাহ (কাবা)
থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত । বায়তুল
মুকাদ্দাসে (মসজিদুল আকসা-ফিলিস্তীন)
আল্লাহ তায়ালা সকল নবীর সমাবেশ ঘটান ।
এসময়ে সকল
নবী এবং ফেরেস্তারা সম্মিলিতভাবে ২
রাকায়াত নামাজ আদায় করেন নবী মুহাম্মাদ
রাসুলুল্লাহ সা এর ইমামতিতে ।


- এখান থেকে শুরু হয় উদ্র্ধমূখী যাত্রা ।
মানুষের কল্পণার অতীত গতিতে বোরাক
ছুটে চলে মহাশূণ্যের দিকে । আকাশের
প্রতিটি স্তরে প্রধান ফেরেস্তাগন
এবং নবীদের সাথে সাক্ষাৎ
এবং কথাবার্তা হয় রাসুলুল্লাহ সা এর সাথে ।

- ১ম স্তরে হযরত আদম (Adam) আ,

২-য় স্তরে হযরত
ইয়াহিয়া (John) আ এবং হযরত ইশা (Jesus Christ)
আ,

৩-য় স্তরে হযরত ইউসুফ (Joseph) আ ,


চতুর্থ স্তরে হযরত ইদরীস (Enoch) আ, পন্ঞম স্তরে হযরত

হারুন (Aaron) আ , ষ্ষঠ স্তরে হযরত মুসা (Moses) আ
এবং সপ্তম স্তরে হযরত ইব্রাহীম (Abraham)

আমুহাম্মদ সা কে স্বাগতম জানান

- জীবরাইল আ এর বোরাক পরিচালনায় রাসুল
সা সিদরাতুল মুনতাহা নামক
স্থানে এসে পৌছলে উদ্র্ধমূখী যাত্রার
দ্বিতীয় স্তর শুরু হয় । এপর্যায়ে জীবরাঈল আ আর
অগ্রসর হতে অপারগতা প্রকাশ করেন ।


-বাহন পরিবর্তন হয় এখানে । রফরফ নামের
আরেকটি যান রাসুলুল্লাহ সা কে আল্লাহর
নিকটবর্তী স্থানে (!!) পৌছে দেয়ার দায়িত্ব
নেয় !


আইনস্টাইন ও স্পেশাল থিওরী অব
রিলেটিভিটি :


আলবার্ট আইনস্টাইন তার স্পেশাল থিওরী আব
রিলেটিভিটি প্রকাশ করেন ১৯০৫
সালে এবং জেনারেল থিওরী অব
রিলেটিভিটি প্রকাশ করেন ১৯১৭ সালে ।
এখানে সাধারন একটা প্রশ্ন
মনে আসে তাহলো, কেন তিনি স্পেশাল
থিওরী, জেনারেল থিওরীর আগেই প্রকাশ
করলেন । জানিনা...
জানলে জানাতে পারেন ...


প্রথম স্বীকার্য: Special Principle of Relativity - The laws
of physics are the same in all inertial frames of reference. In
other words, there are no privileged inertial frames of
reference.


দ্বিতীয় স্বীকার্য: - Invariance of c - The speed of
light in a vacuum is a universal constant, c, which is
independent of the motion of the light source.

এ থিওরী থেকে প্রাপ্ত ফলাফল :


১. টাইম ডায়ালেশন (সময় দীর্ঘায়ণ) :

একই
ঘটনার , স্থির কোন স্থানে পরিমাপকৃত
সময়ব্যবধান ধ্রুববেগে গতিশীল
স্থানে পরিমাপকৃত সময় ব্যবধানের
চাইতে বেশি । (অর্থাৎ রুমে বসে ব্লগ
লিখতে ৩ মিনিট লাগলে কোন
মহাকাশযানে বসে লিখতে হয়তো ১ মিনিট
লাগবে- ব্যাপারটা এরকম...)


২.Relativity of simultaneity :
মনে করুন, আপনি কোথাও
দাড়িয়ে একই সাথে ২
টি ঘটনা ঘটতে দেখছেন । কিন্তু ওই ঘটনাদুটিই
অন্য কোন স্থান ( ধরুন, গতিশীল) থেকে অন্য
কেউ একই সাথে ঘটতে দেখবে না ।
সে দেখবে একটি ঘটনা শেষ হবার পর বা শুরু
হবার কিছুক্ষণ পর আরেকটি শুরু হলো ।


৩. লরেন্জ কনট্রাকশন :

একই বস্তুর ডাইমেনশন
(দৈর্ঘ্য..উচ্চতা..) গুলো দুটি ভিন্ন
গতিতে গতিশীল স্থান থেকে মাপলে ভিন্ন
ভিন্ন পাওয়া যাবে ।


৪. বস্তু গতিশীল হলে এর ভর বৃদ্ধি পায়....


৫. E = mc² ......... ভর আর শক্তি একই সত্তার ভিন্ন
রূপ এবং রূপান্তরযোগ্য ।
....
....
....
মি'রাজ ও স্পেশাল থিওরী অব
রিলেটিভিটি :



১. রাসুলুল্লাহ সা এর উদ্র্ধগমনের সম্ভ্যাব্যতার
ব্যাপারটি নিয়ে প্রশ্নের কোন অবকাশ ই নেই
। যেহেতু মহাকাশ ভ্রমন সংক্রান্ত
বৈজ্ঞানিক থিওরী -ও আজকাল অনেক
পুরোনো হয়ে গেছে ।

২. অন্তত একজন হলেও লাইট-স্পিড বা এর
চেয়ে বেশি গতিতে ভ্রমণ করতেই
হবে আইনস্টাইনের সূত্রকে বাস্তবতা দেয়ার
স্বার্থে হলেও । ধরে নেই সেই
ভ্রমণকারী মুহাম্মাদ সা ।


৩. মহাবিশ্ব ভ্রমণ শেষে রাসুল
সা ফিরে এসে দেখতে পান, দরজার শেকল
ঠিক আগের অবস্থানে দুলছে । এতবিশাল স্থান
অতিক্রম করার পরেও সময়ের কোন হেরফের
কিভাবে না হয়ে পারে ?

উত্তর ১: আল্লাহ ইজ অলমাইটি..

উত্তর ২: স্পেশাল থিওরী অব রিলেটিভিটির;
টাইম-স্পেস-ভেলোসিটি রিলেশন । আলোর
গতির সমান গতিতে চললেই সময় স্থির
হয়ে যাবে খুব সহজে । তখন
সময়কে ধরে রেখে যতখানি ইচ্ছা কাজ
করে নেয়া সম্ভব । টাইম ডায়লেশন এবং Relativity
of simultaneity মূলত এ দুটি ফলাফল এ ঘটনার
ব্যাখ্যা ।



৪. আলো ১ বছরে ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার
পরিমান স্থান অতিক্রম করতে পারে ।
এবং বলা হয় পৃথিবীকে কেন্দ্র
ভাবলে দৃশ্যমান মহাবিশ্বের ব্যাসার্ধ ৪৬.৫০
বিলিয়ন আলোকবর্ষ । অর্থাৎ আলোর
গতিতে চললেও এই দৃশ্যমান মহাবিশ্বের শেষ
প্রান্তে পৌছুতে এত বিশাল সময়ের প্রয়োজন
। যদিও মহাবিশ্বের সত্যিকার ব্যাস
আরো অনেক অনেক বেশি । তো, প্রশ্ন
দাড়ালো রাসুল সা কিভাবে এত বিরাট
সময়কে অতি অল্প সময়ের মধ্যে শেষ
করতে পারলেন ?

উত্তর : স্পেশাল
রিলেটিভিটি থিওরী থেকে প্রাপ্ত
লরেন্জ কন্ট্রাকশন ফলাফল । এ ফলাফল
অনুযায়ী গতিশীল অবস্থানে দৈর্ঘ্য সংকুচিত
হয়ে যায় । অর্থাৎ রাসুল সা এর জন্য গতির
কারনে মহাবিশ্বের বিশাল দৈর্ঘ্য ছোট
হয়ে গিয়েছিলো । আল্লাহ ই জানেন ,
আসলে কি হয়েছিলো !!


৫. E=mc2 সূত্র অনুযায়ী, কোন বস্তু আলোর
গতিতে চলমান হলে তা বস্তু
থেকে শক্তিতে রুপান্তরিত হয়ে যাবে । এই
শক্তি যখন পুনরায় বস্তুতে রুপান্তরিত হবে তখন
কিছু পরিমান লস হবে যা mass defect
বলে পরিচিত । কোন জীবন্ত শরীর এই প্রকৃয়ার
মধ্য দিয়ে গেলে নাকি তার শারীরীক কিছু
পরিবর্তরন হওয়া উচিত । যেমন শরীরের অংগ
প্রত্যংগ গুলোর অবস্থান পরিবর্তন । কিন্তু
মিরাজের ক্ষেতে এমনটা হয়নি । কেন ?


উত্তর : এখানে একটি ব্যাপার
মনে করিয়ে দিতে হবে আবার । মি’রাজ
ছিলো একটি অবশ্যম্ভাবী ঘটনা যা বাস্তবে
ঘটেছিলো । এটি কোন থিওরী বা সূত্র
বা ধারনা নয় । এটি বাস্তবতা ।
যেকোন সূত্রকেই বাস্তবে সত্য হতে হলে কিছু
শর্ত সম্পন্ন হওয়া লাগে । খুব সাধারন কিছু
ব্যাপার উদাহরনস্বরূপ, তাপ-চাপ-.. ইত্যাদি.....


যতদুর ভাবা যায়, মিরাজে; আইনস্টাইনের
থিওরীর এই অংশকে অতিক্রম
করা হয়েছিলো কিছু পূর্বপ্রস্তুতির মাধ্যমে ।
যাত্রার পূর্বে মহানবী সা এর বক্ষ বিদীর্ন
করা, অন্তর প্রজ্ঞা ও নুর দিয়ে পূর্ণ
করে দেয়া.. এসবের সত্যিকারের রহস্য
আমরা জানিনা এখন ও.....

সুতরাং, মিরাজকে বা আল্লাহর মিরাকলকে বিশ্বাস না করায় কোনো রাস্তা নেই। যে এই মহাবিশ্ব সৃষ্টি করেছে, তার কাছে এসব কিছুই না।

আপনি তো এখন নিজের ধর্ম গ্রন্থকেই কল্পকাহিনী বলছেন ব্যাপারটা কি?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File