তুমি এমন হলে কেন??

লিখেছেন লিখেছেন বেদূঈন পথিক ৩০ মে, ২০১৪, ১২:০৫:১১ রাত

অনেক দিন হয়ে গেল তোমার পাদুকার ছায়া ও আমার আঙ্গিনায় পরেনি,তাতে আমি তেমন বিচলিত হৈনি।কেন হৈনি তা জানি না। আচ্ছা তুমি এমন হলে কেন? কি হয়েছে তোমার??

কিছু দিন আগে ও এই আমাকে প্রতিটা মূহুর্তের হালতের খবর তোমাকে দিতে হতো,দিনে কয়েকবার আমার খুজঁ না নিলে তোমার ভাল লাগতনা বলতে!! কিন্তু সেই তুমি আজ কেমন করে আমিহীনা ভবে দিন কাটাচ্ছ?? জানতে চাই না তবে ভাবি।

নাকি অন্য কোন ভ্রমর তোমার ফুল বাগে হানা দিয়েছে?? প্লিজ একটু বলে যাওনা।আমার কোন কষ্ট নেই, কেনই বা কষ্ট হবে?? তুমি কে ছিলে আমার?

তবে একটা জিনিষ বুঝিনা এই ক দিন থেকে বুকের বাম পাশটা শূন্য শূন্য লাগতেছে!!

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228169
৩০ মে ২০১৪ রাত ১২:২২
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
৩০ মে ২০১৪ দুপুর ০২:১০
175085
বেদূঈন পথিক লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File