আলতো হাতে ছুঁইয়ে দিবো

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ মে, ২০১৪, ০১:০৯:৪৪ রাত

কাছে টেনে আলতো হাতে পরশ দেবো

এক এক করে ঝরবে শুকনো পাতা ।

-

বৃষ্টি হয়ে ভিজিয়ে দেবো

উঠবে জেগে দেহের শাখা

সুখ বয়ে সিক্ত হবে রুক্ষ মরু;

বুকের ভিতর লুকিয়ে থাকা

স্বপ্ন গুলো মেলবে ডানা

বইবে দেহে ঝড়ো হাওয়া ।

-

ভিজবে নাকি মধ্যরাতে

বৃষ্টি মাঝে উদাম দেহে ?

-

আন্দোলিত বক্ষ জুড়ে ঢেউ তুলিয়ে আলতো করে

ছুঁইয়ে দিবো উপচে পড়া ক্লান্ত সুখে মগ্ন হবে।

বিষয়: বিবিধ

৮৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228251
৩০ মে ২০১৪ সকাল ১১:০১
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ Tongue Tongue Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File