ভয় লাগে

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ২১ এপ্রিল, ২০১৪, ১২:৪৪:৩০ রাত

সত্যিই যদি ভারত আমাদের এক তৃতীয়াংশ চায় অথবা পুরোটাই চায় । আমরা কি কিছু করবো ? নাকি জী হুজুর বলে সব দিয়ে দিবো. আমার তো মনে হয় এবার রাজাকার সংখ্যা হবে অনেক । এমনিতেই হিন্দি গান ভালো লাগে, পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করি নিয়মিত তার উপর বিনা ভিসায় যদি মুম্বাই যাওয়া যায় মন্দ কি । সব চেয়ে বড় কথা ওদের সাথে পেরে উঠা যাবে না , তাই অযথা লড়াই করে জানমালের ক্ষয়ক্ষতি করে লাভ কি? আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে অনুগত তাতে সরকার থেকে যদি বলা হয় কোনো প্রতিবাদের দরকার নেই, খুশি মনে তারা বাহবাহ জানাবে ।

আর জনগনের মধ্যেও লড়াই করার মানসিকতা আছে কিনা কে জানে? মিডিয়া তো একটু প্রতিবাদ করারও সাহস করলো না ।মনে হয় চাওয়া বাকি দিতে দেরি নাই ,

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210968
২১ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিসের ভয় আমরা সবাই নানাবাড়ির আত্বীয় হতে যাচ্ছি ।
আমার লজ্জা লাগে
210996
২১ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪২
চেয়ারম্যান লিখেছেন : কোন জেলায় বাড়ি আপনার ??
211062
২১ এপ্রিল ২০১৪ সকাল ১০:২২
হতভাগা লিখেছেন : ভারতের অধীনে চলে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ ।

বাংলাদেশ যে নিজেরা নিজেদের উন্নত করতে পারবে না এটা তো গত ৪০-৪২ বছরে প্রমান হয়ে গেছে । বরং নিজেরা নিজেরা কেচাকেচি করে নিজেদের ক্ষতি তো করবেই , সাথে প্রতিবেশীদেরকেও জালাবে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File