হ্মমা কর বাবা
লিখেছেন লিখেছেন নুরুল আলম মাসুম ২১ এপ্রিল, ২০১৪, ০১:৫৭:৪৪ রাত
আজ ভোরে বাবা কে ফোন করলাম। কুশল বিনিময় এর পর বললেন তুমার বর্তমান পরিস্থিতি কি। বললাম শরির মন সব ভাল আলহামদুলিল্লাহ। বললেন তাহলে দেশে আসতে দেরি হচ্ছে কেন। একটু দীর্ঘ নিশ্বাস ছেড়ে বললাম আসতে চাচ্ছি খুব তাড়াতাড়ি ই কিন্তু আমার উপর দিয়ে যে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় চলে গেছে তা কাটাতে একটু সময় লাগবে বৈকি। তাই একটু গুছিয়ে আসতে হবে। এবার আমি জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন, বললেন এখন কি আর ভাল থাকার সেই সময় আছে। তারপর অনেক গুলা সমস্যার কথা বললেন আমি দেখলাম এসব আসলে মারাত্ত্বক কোন সমস্যা না তাই আমার মত সমাধান দেয়ার চেষ্টা করলাম তখন বাবা বললেন আসলে তুমি দেশে না আসলে না দেখলে বুঝতে পারবেনা। আমি তখন থেমে গেলাম আর চিন্তা করলাম একটা কথা বাবা কে বলব কি বলবনা। জীবনে এমন অনেক বিষয় ই এমন যা বোঝা না বোঝার ব্যাপার না বরং সাধ এবং স্বাধ্য এর বিষয়। ক্ষমা কর বাবা তুমার সহজ কথাটা আমার স্বাধ্যই আমাকে বুজতে দেয় না।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন