জগাখিচুড়ী

লিখেছেন লিখেছেন নুরুল আলম মাসুম ২৯ মার্চ, ২০১৪, ০৪:৩৯:৪৫ রাত

ছোটোবেলায় বড়ো পরিবারের ছোট সদস্য ছিলাম। খাবার দাবারের ঠিক ঠিকানা কম ই ছিল। রুগা টাইপের শরির ছিল বলেই মনে হয় এক সময় খাবারের নেশা পেয়ে বসে ফলে অনেক অ-খাদ্য কু-খাদ্য খেতে খেতে এক সময় ভাবলাম নাহ এভাবে খেলে শরির খারাপ হয় সুতরাং শুধু সু-খাদ্য খাব। তেমনি পরাশুনা তেও ছিলাম অমনযুগি। একটা সময় অনেক জ্ঞানী মানুশের সংস্পর্শে এসে ভাবলাম এবার একটু পরাশুনায় মনযুগি হতে হবে। কিন্তু এখানেও আমার সেই অ-খাদ্য খাবারের মত অবস্তা। তাই ঠিক করলাম অ-খাদ্য যেমন খাওয়া ঠিকনা সব লেখাও তেমন পড়া যাবেনা।

বিষয়: বিবিধ

১০৭১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199494
২৯ মার্চ ২০১৪ রাত ০৪:৫২
মাটিরলাঠি লিখেছেন : ঠিক বলেছেন।
199497
২৯ মার্চ ২০১৪ রাত ০৪:৫৬
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
199520
২৯ মার্চ ২০১৪ সকাল ০৬:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : স্বাগতম।
199544
২৯ মার্চ ২০১৪ সকাল ০৭:৩১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : কুইক কমেন্টঃ
ভালো লাগলো || ধন্যবাদ || পিলাচ || মাইনাস || অনেক ধন্যবাদ || স্বাগতম ||

কুইক কমেন্ট তৈরি করুন
199621
২৯ মার্চ ২০১৪ দুপুর ১২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেছে বেছে পড়া ভাল কিন্তু সব কিছুই আগে পড়ে দেখা দরকার না হলে কোনটা ভাল তা বুঝবেন কিকরে।
201099
০১ এপ্রিল ২০১৪ রাত ০৪:০৭
নুরুল আলম মাসুম লিখেছেন : সবাইকে মোবারকবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File