বিয়োগোত্তর ভালবাসা ..........................................
লিখেছেন লিখেছেন দুর দিগন্তে ০৩ এপ্রিল, ২০১৪, ০৭:২৯:০২ সকাল
তোমার দরাজ কন্ঠের ভরাট আওয়াজ-
আমার কর্ণকুহুর স্পর্শ করে প্রতিনিয়ত !
ভৌতিকতার অবিকৃত আবরণে-
তোমকে অতীতে দেখে শিশুকালের ভীতি ,
আজও হাটুতে কম্পন সঞ্চারিত করে । ।
তোমার তেজদীপ্ত উচ্চারণ, বজ্রের হুংকার,
সাহসের মহরত দেখেছি কত শতবার !
কিন্ত বুঝেনি তখন তার অতলান্তিক চিত্রশৈলী,
আজ বোধের কপাটে শুধু অসহায়োত্বের
পেরেক ঠুকছি, নীরবে.. নিভৃতে.. । ।
পহারে পহারে তোমার রাগ-বিরাগের উত্তাপ -
হিমালয় চুঁড়া অতিক্রম করতে দেখেছি,
দুর্বিসহ মূহুর্তে তোমার ঢাল-তলোয়ারহীন -
কাব্যিক পংতিমালা, অলৌকিক প্রতিরোধ দেখে !
নিদারুন আবেগে আমি নির্বাক হই । ।
তোমার সে সব স্মৃতি সময়ের ছয়াপথে,
দারুনভাবে আমাকে আন্দোলিত করে চলেছে !
আমার শৈশব তারুণ্য থেকে আজ অবধী,
অদূর ভবিষ্যতের অনন্ত যাত্রায়-
আমি সেই স্বাদই আশ্বাদন করে যাবো মর্মেমর্মে, । ।
ইথারে ভাসমান তোমার মোহময় কন্ঠ কাতরতা-
হৃদয়তীরে আমি স্পষ্ট উপলব্ধি করছি !!
তাই আজ আমার অনুভবে তুমি আরও জীবন্ত ,
জানি ! অসময়ের রক্তক্ষরণকে ভালোবাসা বলে না
কিন্তু বাবা ! বোধোদ্বয়ের আগে তুমিইতো চলে গেলে । ।
মোশাররাফ.
০৪.০৪.১৪
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন