I'm just feeling lame to be a Bangladeshi.

লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ২১ এপ্রিল, ২০১৪, ১২:২৪:৪৭ রাত

উই রিয়েলি ডোন্ট ডিজার্ভ দিস। এই দেশটা বাঙ্গালীদের জন্য, সো কলড বাঙ্গালীদের জন্য না। একদিনের মধ্যে বাংলাদেশি হই, বাংলাদেশিদের মত উত্তম মানের চেতনাবাণী ছাড়ি। বয়ানও ছাড়ি পিউর বাঙ্গালীদের মত। যেখানে ইন্ডিয়ায় একটা রেপ হলে পুরো ইন্ডিয়া কেঁপে উঠে, মন্ত্রিরা নিজের সিট বাঁচানোর জন্য দিশেহারা হয়ে পড়ে সেখানে এই দেশ ডেইলি একটা !!! ওরা সীমান্ত বাঁচাতে নিজের প্রাণ আর অন্যের প্রাণের মাঝে তফাৎ দেখে না, ইট্স্ লাইক "শুট দ্যাট শিট" হুম্, আমরা ওদের কাছে "শিট"ই। আমরা তো সীমান্ত বাঁচাতে পারি না, "যা বাবা, নিয়ে যা।" একটা বুলেটও খরচ করেছি ?? প্রত্যেকদিন ই তো মানুষ মারছে। আর আজ ?? যখন দেশের এক-তৃতীয়াংশ দাবী করল তখন আমরা প্রোফাইল ফটো আপলোড আর চেঞ্জ-আপলোড আর চেঞ্জ। উই আর জাস্ট চেঞ্জিং আওয়ার ফটোস নট দিস কান্ট্রি। উই আর চেঞ্জিং আওয়ার প্রোফাইল অলসো আওয়ার ন্যাশনালিটি। কংগ্র্যাটস, উই আর গোইং টু বি আ প্রাউড বাংলাদেশি থুক্কু ইন্ডিয়ান।

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211064
২১ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৩
হতভাগা লিখেছেন : ০ গুন্ডে ছবির পরও আমরা হিন্দী ছবি দেখি

০ টি২০ কনসার্টে নিজেদের লোককেই হতাশ করি


নিজেরাই যদি নিজেদের হেয় করি তাহলে ভারতের লোকদের কি ঠেকা পড়েছে আমাদের সন্মান জানাতে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File