Mess life
লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ২০ আগস্ট, ২০১৪, ১১:৪১:৪৩ রাত
আধপোড়া বেগুনের ঘ্রাণ
চায়ের দোকানদার জাকির সাহেবের মুখে পান
লাল টকটক মুখে রাগত মুখে চায়
আমার কাছে এখনও ৩৮২ টাকা পায়
"হলিউডের সিনেমার এখনও নগ্ন নৃত্য মানুষ খায়।
বুঝেছো, কারিনা কাপুরের জামাই হলোও সাইফ আলী খান।"
জাকির বলে, "ভাই, যাওয়ার আগে বাকি টাকাটা দিয়া যান !!!"
পাশের ঘরের শাম্মি এখনও দৌড়ে ভাগে।
জাকির সাহেবের দৃষ্টি ষোড়শী কন্যার গালের মতো লাল হয়ে আছে রাগে।
"বুঝেছো জাকির, রাজিব দেখেছিলো পিনাক ৬ লঞ্চের তালা,
ওখানে নাকি মরেছে ওর বাবার বন্ধুর খালা।
অ্যাঞ্জেলিনা জোলির স্তন নেই, তাই নিয়ে ব্রয়াড পিটের জ্বালা।"
পেপেরোমিয়াম গাছের সবুজ পাতায় ভেসে ওঠে মুন্নি সাহার মুখ।
পাশের ঘরের জলিল ছেলেটা মোবাইল ফোনে ভাসিয়ে রাখে সানি লিওনের উদ্ধত বুক।
"দিনকাল ভাইজান আর ভালা যায় না, টাকাটা দিয়া দিয়েন" জাকিরের কাচুমাঁচু মুখে ভয়।
"বুঝেছো, এই জাতির নিশ্চিত একদিন হবে ক্ষয়,
চাল-বেগুনের দাম প্রতিদিন পাহাড় চূড়োয়।
ইডেন কলেজের মেয়ের গালে চুমু দেয় বুড়োয়।
মাস শেষ, তাই এবারও মাসের পকেট খরচ ফুরোয়।
টাকাটা সামনের মাসে নিয়ো।"
নতুন বেনসনের ধোঁয়ায় মুখ ঢাকি।
এই মাসেও দেয়া হয়নি গত মাসের বাকি।
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন