স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বন্ধের 'মলম'।
লিখেছেন লিখেছেন ডঃ আবুল কালাম আজাদ ২০ আগস্ট, ২০১৪, ১১:৪৭:২০ রাত
স্বামী-স্ত্রী ঝগড়া বন্ধ করতে হলে স্বামীকেই বেশী দায়িত্ব নিতে হবে।
স্ত্রী যদি রেগে যান অথবা ভুল করেন স্বামীকে তখন চুপ থাকতে হবে।
(আমি স্বামী হয়ে সকল স্বামীকেই এই অনুরোধ করতে চাই)
জিততে চাইলে স্ত্রীর কাছে একটু হার মানতে হবে।
বিষয়: রাজনীতি
৩৬৮৩ বার পঠিত, ৬৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"সব দোষ আমার, আমি চুপ করলাম" এই কথাটি কাগজে লিখে নিজের কপালে আঠা দিয়ে লাগিয়ে রাখতে হবে। ভাল ফল পেতে দুই হাত উপরে তুলে মিনিট পাচেক রাখতে হবে। এই তাবিজ অব্যর্থ। কাগজটি মুখের উপর লাগিয়ে রাখলে আরও তাড়াতাড়ি ফল লাভ
অনেকে তাবিজ ব্যবহার করে! তাবিজ যে শিরিক সেই ব্যপারে অনেকে অবগত নন।
এটা যিনি বুঝেননা তাঁর বিজয়ী হবার সম্ভাবনা খুবই কম!!
রাসূল(সাঃ) এর ক্ষেত্রে দেখা যায় উনি ইলা করছেন, ঝগড়ায় উনি-ই জিতেছেন, সব বউরা হার মেনেছে একযোগে, হাফসা(রাঃ) বাপের বাড়ী গেলে উমর(রাঃ) ফেরত দিয়া যাইতো তাতেও রাসূল(সাঃ)-ই জিততেন, সাওদা(রাঃ) কে বিদায় দিতে চাইলে, তার সময় আয়েশা(রাঃ) কে দিয়ে হার মেনে তার সাথেই থেকেছেন। এছাড়া বউদের সাথে উনার আর কোন ঘটনা আমি জানি না!
তাই সব ক্ষেত্রে ঝগড়ায় হার দিয়ে বিজয় হয় না, বরঞ্চ চরম রকমের হার হয়ে যায় সেটা।
আজাদ ভাইতো বিশাল গ্যাঞ্জাম লাগাইয়া দিছে, আজাদী-তাবিয আর আজাদী-মলম লাগাইলে তো – দেশের যে নারীবাদী কোকিল-কোকিলারা চিল্লায় ঐ চিল্লানী আর জীবনে হুনবেন না! বউয়ের যা খুশী তা-ই যদি জামাইরা মাইনা নিয়াই মনে করে আমার সাথে ঝগড়ায়-জেতা-বউ রইলো বইলা জিতলাম আমি – তাইলে কি আর হবে? আপনেরাই রাস্তা কইরা দেন - নারীবাদী কোকিল-কোকিলারাতো এইটা লইয়াই গ্যাঞ্জাম কইরা যাচ্ছে!
বিচারের শেষটা দেখতে হবে না??
অতএব, আমাদের এই সিদ্ধান্ত নেয়া যায় – যে সমস্ত বউদেরকে হার মেনে যেতে হবে স্বামীর কাছে, তবে সংসার স্থায়ী হবে স্বামী বউ ছাড়বেও না বদলাবেও না স্ত্রীরা এভাবে হার মানলে!
সিদ্ধান্তে কি ভুল আছে সাইফ ভাই?
ভুল না থাকলে এবার আজাদ ভাই আরেকটা পোষ্ট দিক, ঠিক এর উল্টাটা করে মানে – স্ত্রীদের হার মেনে জিততে এগিয়ে যাওয়ার আহ্বান সম্বলিত।
আবু সাইফ > সাইফ
ইবনে হাসেম > হাসেম
তাই হারজিতের মামলায় আপনাকে আর বিচারক মানা যাবেনা
[হেরে যাবার ভয় আছে না!! ]
ধারণা করছি, যুক্তির-ভিত্তিতে আজাদ ভাইয়ের রাজনৈতিক এ পোষ্টে বুড়া মিয়া জয়যুক্ত হয়েছে।
তবে বিতর্কে বুড়ো মিয়া জয়যুক্ত হয়েছেন - তাতে কোন সন্দেহ নাই!!
মোবারকবাদ !>-
- ভাল মানুষ বা ভাল স্বামী।
দরি ছাড়া গরু ব্রেক ছাড়া গাড়ী
নদীর পাড়ে বাড়ী স্বামী ছাড়া নারী
সেকড়হীন এ চার জাতের নাই ভেলু
তাবিজ মলম সূত্র যতই করেন চালু
হারজিত নিয়ে কোন টেনশন নাই।
০ কি জিততে চাইলে ?
স্ত্রী তো সবসময়ই নিজের বিজয় দাবি করেন ।
কোথাও পড়েছিলাম, মলমটি এরকমঃ
“আমাদের পরিবার সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক পরিবার। যা কিছু সিদ্ধান্ত নেয়া হয় গণতান্ত্রিকভাবে নেয়া হয় ভোটের মাধ্যমে। এ ক্ষেত্রে আমার ১ ভোট, ছেলের ১ ভোট, মেয়ের ১ ভোট, আর আমার স্ত্রীর ২ ভোট উইথ ভেটো।”
সংসারে স্থিতাবস্থা (মতান্তরে সুখ-শান্তি) চাইলে সং সাজতে হবে। যত বেশী সং সাজা যাবে, তত বেশী স্থিতিশীলতা। (মন্তব্যটি রাজনৈতিক)
- ভাল মানুষ বা ভাল স্বামী।
মন্তব্য করতে লগইন করুন