ভুলকাব্য

লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ২৫ জুলাই, ২০১৪, ১১:২৪:৫১ রাত

"তোমার জন্য গান লিখেছি

এক জোড়া নয় এক হালি

গানগুলো খুব ভাল্লেগেছে

বোন দিয়েছে হাততালি

গতবার তো বলেছিলাম

কোনো গান আর লিখবো না

পোক্তভাবে শক্ত করে

চুমু খাওয়া শিখবো না

কিন্তু হঠাৎ শ্রাবণ মেঘের

ছায়ায় বসে বদলে যাই

ছাদের কাঠের চিলেকোঠায়

এত্তোগুলা লিখতে যাই

বৃষ্টিতে সব ভিজেই যাচ্ছে

ভিজছে দেখো আমার চুল

গান না লিখার ভাবনা বোধহয়

ছিলো শুধুই আমার ভুল

আমিও ভালো, তুমিও ভালো

তাই ভুলেছি ভুলগুলি

ঘরে বসে গান লিখেছি

তোমার জন্য এক হালি"

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File