হে সুন্দ্রী হে
লিখেছেন লিখেছেন সূর্য্য গ্রহণ ২৬ নভেম্বর, ২০১৪, ০১:৩৪:৪৩ রাত
হে সুন্দ্রী,
নিজেকে খুব বেশি সুন্দর ভাবিয়ো না। একদিন তোমার প্লেগ হবে, স্কিনের নীচে পচন ধরবে, স্কিন ক্যানসার হবে, অটো ইমিউন হয়ে স্কিন খুলে খুলে পড়বে। একদিন তুমি ফ্রাস্ট্রেটেড হবে, ইয়াবা খাবে, চোখের ব্লাক সার্কেল হয়ে যাবে ব্লাক হোল। তুমি একদিন ছেলেকে নিজের আসল বাবার পরিচয় দিতে লজ্জ্বা পাবে। হে সুন্দ্রী, মাটির তলে কাফন পইড়া যাবা কিন্তু কেউ আসবে না। ওইখানে তোমার সাদা চামড়ার দাম নাই। একদিন ঠিকই মরবারে ময়না !!!
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখাটায় বাস্তবতা সুন্দরভাবে ফুটে উঠেছে। নিজেকে নিয়ে এত গর্ব অহংকার করতে নেই।
মন্তব্য করতে লগইন করুন