আবারো ব্যারথ হতে যাচ্ছে মিডিয়া!!
লিখেছেন লিখেছেন একজন বীর ২১ এপ্রিল, ২০১৪, ১২:০৯:৪৭ রাত
আবারো ব্যারথ হতে যাচ্ছে ১৯ দলীয় জোটকে নিয়ে মিডিয়া ষড়যন্ত্র। ৪ দলীয় ঐক্যজোট গঠিত হওয়ার পর থেকে আওয়ামীলীগের পাশাপাশি মিডিয়াও পেছনে নেই জোট ভাঙ্গার ষড়যন্ত্রের দোড়ে। কিন্তু আওয়ামীলীগের মদদ পুষ্ট ভারতীয় অর্থায়ন এর মিডিয়া গুলি বরাবরই ব্যারথ হয়েছে। যার ফলশ্রুতিতে ৪ দলীয় জোট এখন বাংলাদেশের সর্ববৃহৎ জোট ১৯ দলীয় জোটে পরিনত হয়েছে।
কিন্তু তার পরেও থেমে ছিলনা জোট ভাঙ্গার চক্রান্ত। আর এ চক্রান্তে আওয়ামীলীগ বরাবরের মতই ব্যাবহার করেছে মিডিয়াকে।
গত বেশ কিছুদিন যাবত মিডিয়া সিন্ডিকেট নিউজের মাধ্যমে জামায়াতের সাথে সরকারের গোপন আতাতের খবর প্রচার করে যাচ্ছে। মিডিয়ার ভাশ্যমতে জোট যেন এখনোই ভেঙ্গে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে জোট ভাঙ্গার মতো কোন পরিস্থিতিই সৃষ্টি হয়নি। যা আজ জামায়াত নেতা অধ্যাপক মুজিবুর রহমানের দেয়া বিবৃতিতে প্রমানিত হয়েছে। যাতে উড়িয়ে দেয়া হয়েছে পরদার অন্তরালে সমজোতার কথা।
সুতারাং আওয়ামী মিডিয়াগুলি জোট ভভাঙ্গার ষড়যন্ত্রে আবারো ব্যারথ হতে যাচ্ছে!!
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন