বিএনপির সরকার পতন না নিজেদের পতন!
লিখেছেন লিখেছেন একজন বীর ০৪ জুন, ২০১৪, ০৯:৩৮:২৬ রাত
সেপ্টেম্বরে মাঠে নানছে বিএনপি।
(সূত্রঃ আজকের নয়াদিগন্তের শিরোনাম।)
সেপ্টেম্বর মানে রমজানের ঈদের একমাস পর। অর্থাৎ কুরবানীর ঈদের একমাস আগে শুরু হবে বিএনপির আন্দোলন। কিন্তু কুরবানীর প্রস্তুতির এই সময়ে আন্দোলন করতে পারবে তারা?
অন্তত দেশের মুক্তিকামী মানুষ এটা মনে করেনা।
তাহলে কেন এই আশ্বাস?
এর আগেও গত ৫টি বছর বিএনপি ঈদের পরে আন্দোলন করবে বলে অনেক মুলা ঝুলিয়েছে। কিন্তু আন্দোলনের ছিটেফোটাও দেশের মানুষ দেখেনী। একারনে আওয়ামী সৈরাচারীরাও বিএনপি নামক আবালদের লজ্জা দিতে ভূলেনি।
তাহলে এবারও কি বিএনপির আন্দোলনের নামে মূলা ঝুলানোর প্রস্তুতি চলছে?
আসলেই কি বিএনিপির আন্দোলন করে সরকার হটানোর সক্ষমতা আছে?
আগে আওয়ামীলীগের কথা শুনে দেশের মানুষ হাসতো। এখন বিএনপির কথায়ও হাসে। আসলে তারা দুদলই মুদ্রার এপিঠ ওপিঠ!
বিএনপিকি আসলেই সরকার পতন করতে পারবে, না নিজেদেরই পতন ঘটাবে!!
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন