বন্ধুদের সাথে........!!!

লিখেছেন লিখেছেন একজন বীর ১০ আগস্ট, ২০১৪, ০২:২৩:১৫ দুপুর

প্রত্যেক মানুষের জীবনে কিছু বন্ধু আসে। বিশেষ করে জীবনে চলার পথে বন্ধুত্বটা যেন জীবনের একটা অপরহার‍্য অঙ্গ। আর বন্ধুদের সাথে থাকার টুকরো স্মৃতিগুলোই যেন জীবনের প্রান।

বন্ধুদের সাথে ঘটে যাওয়া এমন অনেক ঘটনা যা মনে হলেই অনেক সময় নিজে নিজেই হাসি পায়।

সেরকম এক কাহিনী আজ সবার সাথে শেয়ার করব।

বন্ধুদের সাথে অনেকদিন আড্ডা দিচ্ছি। আকেকদিন মজা করে একেক বাজি ধরা চলত এভাবেই চলতে লাগল মজার দিনগুলো।

একদিন এক বন্ধুকে এক ধরা দেয়ার মাষ্টার প্ল্যান করলাম সবার অগোচরে। কিন্তু তাকে কোনভাবেই ধরা দেয়া যাচ্ছে না।

তো একদিন আড্ডায় আসতে সে একটু দেরী করে আসল। সে আসার সাথে সাথে তাকে বললাম আজ তোমার জন্য দুটো সংবাদ আছে একটি সুসংবাদ অন্যটি দুঃসংবাদ তুমি আগে কোনটি শুনবে? সবাই তখন আমার মুখের দিকে তাকিয়ে। আমি কি সুসংবাদ আর কি দুঃসংবাদ দেই তা শুনার জন্য উদগ্রীব।

সে প্রথমে সুদংবাদটি শুনার জন্যই আগ্রহ প্রকাশ করলো। কিন্তু সংবাদ শুনানোর আগে আমার পক্ষ থেকে দিলাম ১ টি শরত। শরতটা হলো যেহেতু সুসংবাদই আগে শুনবে সেহেতু আগে পার্টি দিতে হবে। আমার এ দাবির সাথে সবাই একমত হয়ে তাকে ছেঁকে ধরল সবাই।

শেষ পর‍্যন্ত সবাইকে নিয়ে গেল পার্শে চাইনিজ রেষ্টুরেন্টে। সবাই মিলে খেয়ে ৩০০০ টাকা বিল আসল।

খাওয়ার পর এবার সুসংবাদ শুনার পালা।

তাকে যে সুসংবাদ শুনালাম এতে সবাই হাসতে হাসতে পেটে খিল দেয়ার অবস্থা।

সেদিন তাকে সুদংবাদ দিয়ে বললাম, " তোমার সুসংবাদ হলো তোমার জন্য কোন দুঃসংবাদ নেই, আর দুঃসংবাদ হলো তোমার জন্য কোন সুসংবাদ নেই!!

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252889
১০ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৪৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor শেষ অংশে হাসি থামাতে পারলামনা!
এভাবে খাওয়াটা কি ঠিক হল?
252936
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
কাজি সাকিব লিখেছেন : feeling maya for apnar bondhu
252937
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
আফরা লিখেছেন : আপনি অনেক বেশী চালাক তো !
253244
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : হা হা হা, আমিও একটু হেসে নিলাম। তবে পকেটের বারোটা বাজিয়ে দিলেন আর কি!
253247
১১ আগস্ট ২০১৪ বিকাল ০৫:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো লেখাটি পড়ে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File