কেন এত ইভটিজিং, কেন এত ধর্ষণ

লিখেছেন লিখেছেন স্বপ্নীল৫৬ ০২ জানুয়ারি, ২০১৪, ০৯:০৫:৪১ রাত



পৃথিবীর সব প্রাণীই ওপর সেক্স এর প্রতি তীব্র আকর্ষণ বোধ করে । তারা নির্বিবাদে সে কাজটি করেও । তাদের ক্ষেত্রে সেটা অপরাধ কিনা তা অবশ্য বলা মুশকিল । কিন্তু মানুষের ক্ষেত্রে এটা একটা বিরাট অপরাধ ।

অন্য সব প্রাণীর মতো মানুষও বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ বোধ করে । বিশেষ করে আকর্ষনকারী অথবা কারিনী যদি সুন্দর হন ।

এই আকর্ষণ তাকে যৌন সম্ভোগের দিকে উদ্দীপ্ত করে । কিন্তু সে এটা বাস্তবায়ন করতে পারে না লৌকিকতা, সামাজিক বাধা, দেশীয় আইন, প্রাপ্ত শিক্ষা, ধর্মীয় বাধা-শিক্ষা ইত্যাদির কারণে ।

সৃষ্টির আদ্দিকাল থেকেই এই সমস্যা বিদ্যমান । কিন্তু কেন এখন এটা এতটা প্রকট

১. টিভি, ইন্টারনেট সহজেই মানুষকে উদ্দীপ্ত করছে ।

২. ছেলে-মেয়েরা শালীন পোশাক পরছে না । বিশেষ করে মেয়েরা আধুনিকতার নামে নগ্নতাকে প্রাধান্য দিচ্ছে।

৩. ছেলে-মেয়েদের একত্র পড়াশুনা এবং চাকরি তাদের পরস্পরের ঘনিষ্ঠ হবার সুযোগ করে দিচ্ছে।

৪. সাংস্কৃতিক কর্মকান্ডের নামে নগ্নতাকে উসকে দেয়া হচ্ছে ।

৫. দেশীয় আইনে ধর্ষণের শাস্তি প্রকাশ্য মৃত্যুদন্ড নেই ।

৬. দেশীয় আইন অবৈধ সম্পর্ককে শাস্তিযোগ্য মনে করে না ।

৭. পর্দা প্রথাকে সম্মান না করে টিটকারী করে নিরুত্সাহিত করা হচ্ছে ।

৮. ছেলে-মেয়েদের কাছাকাছি আসাকে পরিবারের পক্ষ থেকে খারাপ মনে করা হচ্ছে না ।

প্রকৃতপক্ষে উদ্দিপ্তকারী উপাদান অনেক, কিন্তু নিবারণকারী উপাদানের বড়ই অভাব ।

বিষয়: বিবিধ

৯৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File