বাক স্বাধীনতা হরণ
লিখেছেন লিখেছেন নকীব কম্পিউটার ০২ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৮:২১ রাত
গতকাল কর্মস্থলে আসার পথে দেখলাম অনেক লোক থানায় যাচ্ছে। কারণ জানতে পারলাম। আমাদের ইউনিয়নের একটি বাজার থেকে দুটি ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। তাদের অপরাধ? মানুষের কাছ থেকে জানতে পারলাম। ফেসবুকে হাসিনা বিরোধী মন্তব্য করেছে এবং নিয়মিত তার দলের নেত্রীদের ছবি ফটোশপে এডিট করে ফেসবুকে ছাড়ছে।
গতকালই একজনকে পুলিশ ছেড়ে দিয়েছে। তবে ঘুষ দিতে হয়েছে। আজ আরেকজনকে ছেড়েছে। উনাদেরকেও টাকা দিতে হয়েছে।
মাঝে মাঝে ভয়ে অন্তরাত্মা কেপে ওঠে না জানি কখন আমাকেও এসে নিয়ে যায়। ইতিপূর্বে দুইবার কেন্দুয়া থানায় তলব করা হয়েছিল। কিন্তু কিছুই পায়নি আমার কম্পিউটারে।
শুধুই হয়রানী।
মানুষ খারাপ কাজ করবে। খারাপ কথা বলবে। আপনি কান দিয়ে শুনবেন শুধু। আপনার বলার কিছু নেই। আপনি বাধা দিতে পারবেন না। অন্তরের ঘৃণাটুকুও প্রকাশ করলে প্রশাসনিক নির্যাতন সইতে হবে। আমরা কোথায় যাব?
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন