অহংকার

লিখেছেন লিখেছেন রোদ ক্যানভাস ০২ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৪:৩৬ রাত

প্রেমজ কুয়াশা পারেনি ভেজাতে ওই মনের মরু অফুরন্ত বালুরাশি। কিসের বড়াই ছিল তোমার, ওই আকাবাঁকা দেহ তিক্ষ্ণ ভাঁজ পেলব ত্বকের? মাখনের মত নরম তুলতুলে ঢেকে রাখা শিল্পের নিষিদ্ধ প্রলুব্ধ প্রকাশের নিষ্ঠুর স্পর্ধা- দিয়েছিল কে তোমায়? স্বপ্নহীন চোখে ছিল তোমার স্বপ্নের ছায়া দীঘির তির তির জলে পূর্ণিমার আলোর মত কম্পমান; আজ ওই দুচোখ নিস্তরংগ জলাশয় মাছের চোখের মত ঘোলাটে ভাবলেশহীন। ওই ঠোঁটে বক্রতা নেই, লুকানো হাসি নেই, সেইতো কেউ কাপড় নিংড়ানোর মত শুষে নিয়েছে তোমার ত্বকের আর্দ্রতা, শুকনো পাতার মত দুমড়ে ফেলেছে পেলব কোমল মাখনের মত নরম সব স্পর্ধা তছনছ করেছে বাহির ভেতর; তুমি হয়েছ সময়ের বেদীর পাদদেশে দর্পচূর্ণ কল্পনার তাজমহল।

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File