তোমায় খুজি

লিখেছেন লিখেছেন রোদ ক্যানভাস ০৪ জানুয়ারি, ২০১৪, ১২:০৮:১৩ দুপুর

তোমায় খুঁজি

শীতের সকালে সবুজ ঘাসের উপর জমে

থাকা শিশির বিন্দুর মাঝে

তোমায় খুঁজি

কলসি কাঙ্ক্ষে হেলে দুলে চলা

নদীর ঘাটে জল আনতে যাওয়া

পল্লী নব বধূর মাঝে

তোমায় খুঁজি

পৌষ, অগ্রহায়নে নবান্নের

নানা কাজে ব্যস্ত

লাজ রাঙ্গা গাঁয়ের বধূর মাঝে

মাড়ানো ধান কুলায় উড়ানো

ঘুর্ণী বাতাসে উড়ন্ত

চোচা ধান ও খড়ের মাঝে।

তোমায় খুঁজি,

রবি, নজরুল, শরতের লেখা

গান, কবিতা, গল্প উপন্যাসের মাঝে।

তোমায় খুঁজি

মাঠের পর মাঠ হলুদাভ

সরিষা ফুলের মাঝে।

তোমায় খুঁজি

হালুয়া, রাখাল, গারোয়ানের

মন প্রাণ উজার করে গাওয়া

গানের কথা ও সুরের মাঝে।

তোমাকে খুঁজি

লাউ সিম

হাজারো সবুজ সবজি বাগান

হাজারো ফুল বাগানের,ফুলের মাঝে।

তোমাকে খুঁজি

অতি ভোরে

নতুন ধানে নিরবিচ্ছিন্ন চিড়া কুটা

পল্লী বালার মাঝে।

তোমাকে খুঁজি

পৌষ পাবনে রাত জেগে

হরেক রকম পিঠা বানানো

রমণী কুলের মাঝে।

তোমায় খুঁজি

বাড়ির পাশে বয়ে যাওয়া নদীতে

নেয়ে আসা মেয়ের ভেজা কাপড়ে

অর্ধ-দৌড়ে ঘরে ফেরার মাঝে

তোমায় খুঁজি

সকালে রবির মিষ্টি রোদ,রোদেলা দুপুর।

বা ডুবন্ত সূর্যের আবেগময় অবয়বের মাঝে।

তোমায় খুঁজি

মেঘ মুক্ত আকাশে সাত রংগের

রংধনুর মাঝে।

তোমায় খুঁজি

আকাশে বাতাসে

নদী সাগড় পাহাড় ঝর্ণা ধারার মাঝে।

তোমায় খুঁজি

পাহাড়ী কন্যার চুলে বন্য ফুলে বাঁধা

খোঁপার মাঝে।

তোমাকে খুঁজি

শয়নে স্বপনে জাগরণে

কোথা যদি পাই ছাড়িব না তোমাকে

বাঁধিব ফুল ডোরে,

নাহি দিব যেতে,

তুমি যে মম সৃষ্টি কর্তা প্রদত্ত সর্বোৎকৃষ্ট

উপহার।।

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File